বাবরদের ওপর চটেছেন পাকিস্তানের সাবেকরা
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপটা পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে আছে। টানা দুই ম্যাচে দুই হারে আসর থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে বাবর আজমের দলের। সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর বাবরদের ওপর বেশ চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
বিশ ওভারের বিশ্বকাপে এ নিয়ে ভারতের বিপক্ষে আটবারের দেখায় সাতবারই হার মানতে হলো পাকিস্তানকে। ব্যাপারটা মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব বলেন, ‘ম্যাচ দেখে হতাশ ও দুঃখিত। সারা দেশ মর্মাহত। দেশের জার্সি দেশকে গর্বিত করার সুযোগ হেলায় হারালো পাকিস্তান।'
পাকিস্তান দলকে জয়ের অযোগ্য হিসেবে দেখছেন শোয়েব। খেলোয়াড়রা সেরাটা দিচ্ছেন না এই মর্মে সাবেক এই পেসার আরও বলেন, ‘জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমার মনে হয় পাকিস্তান জেতার যোগ্য দলই নয়।’
দলের এমন পরাজয়ে রীতিমতো ক্ষুব্ধ আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস। তিনি দলের এমন পরাজয়ে স্রেফ ভাষাহীন হয়ে গেছেন। প্রশংসায় ভাসালেন জসপ্রীত বুমরাহকে, ‘বুমরা সত্যিকারের কিংবদন্তি। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও সে নিখুঁত বোলিং করেছিল। মাঠ পাল্টে গেলেও ওর সেই অভ্যাস পাল্টায়নি। এখানেও নিখুঁত লাইন লেংথে বল রেখে হারিয়ে দিলো।’
পাকিস্তানের গ্রুপ পর্বে বাকি আর দু’টি ম্যাচ। প্রতিপক্ষ কানাডা এবং আয়ারল্যান্ড। সেই দু’টি ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। সেই সঙ্গে আমেরিকাকেও আয়ারল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচে হারতে হবে। ফলে অঙ্কের বিচারে এখনও আশা বেঁচে বাবরদের। কিন্তু পথ যে অনেকটাই কঠিন তা বলাই বাহুল্য।
ঢাকা/বিজয়