রিজওয়ান-ফখর-ইফতিখারের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে ধুয়ে দিলেন ওয়াসিম-ওয়াকার
একটা সময় জয়ের সম্ভাবনা পাকিস্তানের ছিল ৯২ শতাংশ। ভারতের ৮। মাত্র ৩ উইকেটে ৮০ রান তোলা পাকিস্তান শেষ পর্যন্ত ১২০ রানের মামুলি টার্গেট ছুঁতে পারেনি। হেরে গেছে ৬ রানে।
মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও ইফতিখার আহমেদরা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ভারতকে হাতের নাগালে পেয়েও হারাতে পারেননি তারা। তাইতো পাকিস্তান দলকে এক হাত নিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার সেই দলে যোগ দিলেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। তারা দুজনেই রিজওয়ান, ফখর ও ইফতিখার আহমেদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছেন।
ওয়াসিম বলেন, ‘তারা দশ বছরেরও বেশি সময় ধরে খেলছে। তাদের তো আর আমি শেখাতে পারি না। রিজওয়ানের কোনো ক্রিকেট জ্ঞানই নেই। সে ম্যাচ সম্পর্কে সচেতন না। তার জানা উচিত ছিল যে বুমরাহ তাকে বল দিয়েছে উইকেট নেওয়ার জন্য। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হতো তাকে সতর্কতার সহিত খেলা। কিন্তু রিজওয়ান বড় শট খেলতে গেল এবং উইকেট বিলিয়ে দিয়ে আসলো।’
তিনি ইফতিখার ও ফখর জামানের সমালোচনা করে বলেন, ‘ইফতিখার আহমেদ কেবল একটি শট খেলতে জানে এবং সেটি লেগ সাইডে। সে বছরের পর বছর ধরে দলের সঙ্গে আছে। কিন্তু এখনও জানে না কিভাবে ব্যাট করতে হয়। আমি তো ফখর জামানকে গিয়ে ম্যাচ সম্পর্কে সচেতন করতে পারি না। পাকিস্তানের খেলোয়াড়রা জানে তারা যদি ভালো পারফর্ম না করে তাহলে কোচরা বরখাস্ত হবেন। তাদের কিছুই হবে না। এখন সময় এসেছে কোচদের রেখে সব খেলোয়াড় বদলে ফেলার।’
রিজওয়ানের সমালোচনা করে ওয়াকার ইউনুস বলেন, ‘ম্যাচটি আমাদের হাতে ছিল। বলে বলে ১ রান প্রয়োজন ছিল। রিজওয়ানের খেলা শটটি খুবই সাধারণ মানের ছিল। সে শটটি খেলতে গেল এবং আউট হলো। আমার মনে হচ্ছিল এরপর বিশেষ কিছু হতে যাচ্ছে। কারণ, বুমরাহ ও সিরাজের সামর্থ সম্পর্কে আমাদের ধারনা আছে।’
ঢাকা/আমিনুল