ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আরশদীপের তোপের পর সুরিয়ার ব্যাটে ভারতের বড় জয় 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১২ জুন ২০২৪   আপডেট: ০০:৩৮, ১৩ জুন ২০২৪
আরশদীপের তোপের পর সুরিয়ার ব্যাটে ভারতের বড় জয় 

যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আরশদীপের তোপে মাত্র ১১০ রান করতে পারে যুক্তরাষ্ট্র। তাড়া করতে নেমে শুরুতে উইকেটা হারালেও দ্রুত সামলে নেয় ভারত। সুরিয়ার ফিফটিতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। সুরিয়ার ৫০ ও দুবে ৩১ রানে অপরাজিত থাকেন। সৌরভ নেন ২ উইকেট। 

ঋষভের বিদায়ের পর হাল ধরেছেন সুরিয়া-দুবে

শুরুতেই ২ উইকেট হারানোর ধাক্কা সামলে এগোচ্ছিলেন ঋষভ-সুরিয়া। দুজনে পাওয়ার প্লেতে ৩৩ রান যোগ করেন। এরপরই ঋষভের আউটে আবার ধাক্কা খায় ভারত। ২০ বলে ১৮ রান করে আলীর দারুণ ডেলিভারিতে বোল্ড হন তিনি। ভেঙে যায় ২৯ রানের জুটি। ক্রিজে সুরিয়ার সঙ্গী হন দুবে। ১১ ওভার শেষে দলটির রান ৩ উইকেটে ৫৩। 

আরো পড়ুন:

কোহলি-রোহিতের ধাক্কা সামলে এগোচ্ছেন ঋষভ-সুরিয়া

ইনিংসে দ্বিতীয় বলে ফেরেন কোহলি। গোল্ডেন ডাক। তৃতীয় ওভারে এবার বিদায় নেন রোহিত। ৬ বলে ৩ রান করেন তিনি। পরপর দুই ওভারে এই দুই উইকেট নেন ভারতীয় সৌরভ নেত্রাভালকার। শুরুতেই কোহলি-রোহিতের আউটের ধাক্কা সামলে এগোচ্ছেন ঋষভ-সুরিয়া। দুজনে পাওয়ার প্লে পার করেন কোনো বিপদ ছাড়াই। পাওয়ার প্লেতে ৩৩ রান করে ভারত। 

আরশদীপ-হার্দিকের তোপে ১১০ রানে থামলো যুক্তরাষ্ট্র

প্রথম বল থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১০ রান করে। সর্বোচ্চ ২৭ রান করেন নীতিশ। ২৪ রান আসে টেলরের ব্যাট থেকে। এ ছাড়া অ্যান্ডারসন ১৫ ও জোন্স ১১ রান করেন। শ্যালকউইক ১১ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন আরশদীপ সিং। বিশ্বকাপে কোনো ভারতীয় বোলারের এটি সেরা বোলিং ফিগার। এর আগে অশ্বিন ১১ রানে ৪ উইকেত নেন। এ ছাড়া হার্দিক ২ ও অক্ষর প্যাটেল ১ উইকেট নেন। 

প্রতিরোধে পর যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে ছন্দপতন

ডাউন দ্য গ্রাউন্ডে এসে অক্ষর প্যাটেলকে দারুণ এক ছয়ের পর বোল্ড টেলর। রাগে স্ট্যাম্পে ব্যাট ফিয়ে আঘাত করতে যেয়েও করেননি। ৩০ বলে ২৪ রান করেন তিনি। তার আউটে ভাঙে ২৬ বলে ৩১ রানের জুটি। পাওয়ার প্লের পরপর জোন্সের আউটের পর নীতিশের সঙ্গে জুটি গরেছিলেন টেলর। তার বিদায়ের পর টেলরের সঙ্গী অ্যান্ডারসনন। ১২ ওভার শেষে দলটির সংগ্রহ ৪ উইকেটে ৫৯ রান। 

প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ধুঁকছে যুক্তরাষ্ট্র

ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ধুঁকছে যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লেতে দলটির রান ২ উইকেটে ১৮ রান। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ধুঁকছে যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লেতে দলটির রান ২ উইকেটে ১৮ রান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে যে কোন দলের পাওয়ার প্লেতে এটি সর্বনিম্ন রান। এর আগে সর্বনিম্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের, ২০১৪ বিশ্বকাপে, মিরপুরে। 

মুখোমুখি ভারত-যুক্তরাষ্ট্র 

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত-যুক্তরাষ্ট্র। আজ বুধবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত।

ভারত একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

যুক্তরাষ্ট্র একাদশ 

স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর, অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স (অধিনায়ক), নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, সৌরভ নেত্রাভালকার, আলী খান। 

জিতলেই সুপার এইট 

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার এইটে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে আসরের ফেভারিট ভারত ও চমক দেখানো যুক্তরাষ্ট্র। এই ম্যাচে অবশ্য ফেভারিটের তকমা ভারতকে দেওয়া যাচ্ছে না। দুই দলের অবস্থান সমান। সুতরাং যারাই জিতবে, তারাই পৌছে যাবে সেরা আটের লড়াইয়ে।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়