ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানের বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ জুন ২০২৪   আপডেট: ০০:৩২, ১৫ জুন ২০২৪
যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানের বিদায়

বৃষ্টির কারণে বাতিল হয়েছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি। তাতে গ্রুপপর্ব থেকেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে প্রথমবারের বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

৪ ম্যাচ থেকে তাদের পয়েন্ট হয়েছে ৫। তারা অবস্থান নিয়েছে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে। পাকিস্তান আছে টেবিলের তৃতীয় স্থানে। শেষ ম্যাচ জিতলেও তারা ছুঁতে পারবে না যুক্তরাষ্ট্রকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ শুরু করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি ম্যাচ অফিসিয়ালরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু করে সোয়া ১১টা পর্যন্ত চার দফা মাঠ পরিদর্শন করেন। কিন্তু মাঠ খেলার উপযোগী মনে হয়নি একবারও।

আরো পড়ুন:

শেষবার পরিদর্শন চলাকালেই বজ্রপাতের শব্দ শুরু হয়। তাতে করে দ্রুত তারা মাঠ ছেড়ে আসেন। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেন এই ম্যাচ বাতিলের। তাতে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে এবং পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়