ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইউরোর বাঁশি ফুঁ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২০, ১৫ জুন ২০২৪   আপডেট: ০২:৫৩, ১৫ জুন ২০২৪
ইউরোর বাঁশি ফুঁ

টি-টোয়েন্টির জ্বরে  ভুগছে গোটা দেশ। ক্রীড়ামোদিদের যেন দম ফেলার ফুরসত নেই। শুরু হয়ে গেছে ইউরোপের বিশ্বকাপ খ্যাত ইউরো ২০২৪-এর জমজমাট লড়াই। বার্লিনে জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বেজেছে শুরুর বাঁশি। 

বাংলাদেশ সময় রাত ১টায় অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লড়াই শুরু হয়। বড় কোনো টুর্নামেন্টে এই নিয়ে চতুর্থবার মুখোমুখি দুই দল। দুবারই হেসেছে জার্মানি। মোট ১৩বারের দেখায় ৮বারই জয়ের দেখা পেয়েছে জার্মান মেশিন।

সবচেয়ে বেশি ১৪তমবার জার্মানি এই টুর্নামেন্ট খেলতে নেমেছে। চতুর্থবারের মতো এমন টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে দেশটিতে। ১৪ জুলাই বার্লিনে ফাইনাল দিয়ে নামবে পর্দা। ৬টি গ্রুপে ২৪টি দল লড়াই করবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। জিতলে তিন পয়েন্ট, ড্রতে ১।

গ্রুপ স্টেজের পর, সুপার সিক্সটিন, কোয়ার্টারফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল। জার্মানজুড়ে দশটি স্টেডিয়ামে হবে এবারের ম্যাচগুলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি আর সবচেয়ে বেশি তিনবার চ্যাম্পিয়নশিপের কৃতিত্ব শুধু জার্মানি ও স্পেনের। 

ঢাকা/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়