ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মেসি-মার্টিনেজের জোড়া গোলে জিতলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৫ জুন ২০২৪   আপডেট: ১০:০৩, ১৫ জুন ২০২৪
মেসি-মার্টিনেজের জোড়া গোলে জিতলো আর্জেন্টিনা

কোপা আমেরিকার প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর দলকে সমতায় ফেরান মেসি। পরে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্টিনেজ। এরপর আরেকটি গোল করেন মেসি। তাতেই আসে বড় জয়।

ম্যাচে একদমই দাপট দেখাতে পারেনি গুয়েতমালা। তবুও চতুর্থ মিনিটে এগিয়ে যায় তারা। বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ম‍্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্টিনেজ।

আরো পড়ুন:

সেখানের হিসেবে সেখানেই শেষ। এর আট মিনিট পর সমতা ফেরান মেসি। দ্বাদশ মিনিটে গুয়াতেমালা গোলরক্ষক নিকোলাস হাজেন একট শট ঠেকানোর চেষ্টা করলে এসে পড়ে আর্জেন্টিনা অধিনায়কের পায়ে। এরপর যার যায় কই? সহজ শটে শূন‍্য জালে বল পাঠান আর্জেন্টিনা অধিনায়ক।

বাকি সময়ে মাঠজুড়ে নৈপুণ্য প্রদর্শন করা আর্জেন্টিনা গোল পায় ৩৯তম মিনিটে। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে মেসির পাস থেকে আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন ইন্টার মিলান তারকা।

মেসির পরের গোলটার কারিগর বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে বদলি নামা ডি মারিয়ার দুর্দান্ত পাসে ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। সুযোগ তৈরি করলেও বাকি সময়ে আর গোল পায়নি আর্জেন্টিনা।

জয়ের স্বাদ নিয়েই আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখাই লক্ষ্য লিওনেল স্কালোনির দলের। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়