ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অপরাজেয় ভারতের সামনে শেষটা রাঙানোর অপেক্ষায় কানাডা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৫ জুন ২০২৪   আপডেট: ১২:০৭, ১৫ জুন ২০২৪
অপরাজেয় ভারতের সামনে শেষটা রাঙানোর অপেক্ষায় কানাডা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত।আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হবে রোহিত শর্মার দল। তাদের লক্ষ্য অপরাজেয় থেকে সুপার এইটে পা রাখা। অন্যদিকে, কানাডার লক্ষ্য জয় দিয়ে শেষটা রাঙিয়ে আসর শেষ করা।

আজ শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ‘এ’ গ্রুপে ম্যাচে মুখোমুখি হবে ভারত-কানাডা।যুক্তরাষ্ট্রের লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক টার্ফ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। ৩ ম্যাচে ১টিতে জিতে ২ পয়েন্ট পেলেও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা নাই কানাডার। ভারতের বিপক্ষে জিতলেও তাদের পয়েন্ট হবে চার। এদিকে ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ফলে এই ম্যাচ কানাডার জন্য সান্ত্বনার।

আরো পড়ুন:

সুপার এইট নিশ্চিত হয়ে যাবার পরও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ভারত। দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘প্রথম তিন ম্যাচের জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে আমাদের। তারপরও আমরা নির্ভার হচ্ছি না। কারণ জয়ের মধ্যেই থাকতে চাই। কানাডার বিপক্ষে ম্যাচ জিতে, শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চায় দল।’

এই ম্যাচে ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দিতে চায় কানাডা। দলের অধিনায়ক সাদ বিন জাফর বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নামবো। আমরা খুবই রোমাঞ্চিত। নিজেদের সামর্থ্য প্রমাণের এটাই সেরা সুযোগ।’

এই ম্যাচেও থাকছে বৃষ্টির আশঙ্কা। গত কয়েকদিন ধরেই ফ্লোরিডায় চলছে ভারি বৃষ্টি। বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যে কারণে অনুশীলন করতে পারেননি রোহিতেরা, তাই আজ ম্যাচ হবে কিনা এ নিয়েই তৈরী হয়েছে শঙ্কা।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়