ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বৃষ্টির চোখ রাঙানিতে বাদ পড়ার শঙ্কায় ইংল্যান্ড 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৫, ১৬ জুন ২০২৪   আপডেট: ০২:১৭, ১৬ জুন ২০২৪
বৃষ্টির চোখ রাঙানিতে বাদ পড়ার শঙ্কায় ইংল্যান্ড 

নির্ধারিত সময়ের ঘণ্টা পেরিয়ে গেছে। ইংল্যান্ড-নামিবিয়া ম্যাচ  শুরু হওয়ার কোনো লক্ষণ নেই। সবশেষ পাওয়া তথ্যমতে অ্যান্টিগায় ঝরছে অবিরাম বৃষ্টি। 

এই বৃষ্টির চোখ রাঙানিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সর্বনিম্ন পাঁচ ওভারের ম্যাচের জন্য বাংলাদেশ সময় রাত ২ট ৪৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। 

বি গ্রুপ থেকে ৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ৫ পয়েন্ট নিয়ে এক পা দিয়ে রেখেছে স্কটল্যান্ড। ইংলিশদের ভাগ্য ঝুলছে নিজেদের জয়ের সঙ্গে স্কটিশদের শেষ ম্যাচে হারের ওপর। 

আরো পড়ুন:

আজ যদি ম্যাচটি মাঠে না গড়ায় ইংল্যান্ডের পয়েন্ট হবে চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলার আগেই স্কটল্যান্ড চলে যাবে সুপার এইটে। আর কোনো হিসেবে নিকেশ কাজে আসবে না। 

ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে গতবারের রানার্স আপ পাকিস্তান, এবার ছিটকে যাওয়ার পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ছাড়া বড় দলগুলোর মধ্যে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়