ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শুরুর ২৩ সেকেন্ডেই ইউরোর দ্রুততম গোল খেলো ইতালি 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪১, ১৬ জুন ২০২৪   আপডেট: ০২:৪৭, ১৬ জুন ২০২৪
শুরুর ২৩ সেকেন্ডেই ইউরোর দ্রুততম গোল খেলো ইতালি 

বাঁশি বেজেছে মাত্র। দর্শকরা এখন আসন গ্রহণ করতে পারেননি। চেয়ার স্পর্শ করার আগেই গোল! ম্যাচের বয়স মাত্র ২৩ সেকেন্ডে গোল খেয়ে বসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। প্রতিপক্ষ আলবেনিয়া। 

র‍্যাংকিংয়ে ইতালির অবস্থান নবমে, আর আলবেনিয়া ৬৬তম স্থানে। বাঁশি বাজার ২৩ সেকেন্ডে গোল দিয়ে বসেন নেদিম বাজরামি সুযোগ পেয়ে ষোলকলা পূর্ণ করেন। কোনাকুনি শটে পরাস্ত করেন ডোনারুম্মাকে।

ইউরোর ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম গোল। প্রায় ৫০ হাজার আলবেনিয়ান দর্শক ডর্টমুন্ডের ঘরের মাঠ কাঁপিয়ে তোলে গগনবিদারী গর্জনে।

আরো পড়ুন:

এর আগে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড ছিল দিমিত্রি কিরিচেনকোর দখলে। গ্রীসের বিপক্ষে ২০০৪ সালের ইউরোতে ১মিনিট ৫ সেকেন্ডে গোল করেন এই রাশিয়ান।

ইতালির ইতিহাসে বড় কোনো টুর্নামেন্টে এটি সবচেয়ে দ্রুততম গোল খাওয়া। যদিও প্রথম মিনিটে গোল খাওয়ার অভ্যাস আগে থেকে আছে তাদের। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে ৭৮ সেকেন্ডে গোল খেয়েছে দলটি।

অবশ্য ১০ মিনিট পরে সমতা আনে ইতালি। আলেজান্দ্রোর গোলে সমতা আনার পর ১৬তম মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়েও যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালি ১ গোলে এগিয়ে আছে। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়