ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

৬ ছক্কা না খেয়েও ১ ওভারে ৩৬ রান দিলেন আজমতউল্লাহ  

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৮ জুন ২০২৪   আপডেট: ১১:২৭, ১৮ জুন ২০২৪
৬ ছক্কা না খেয়েও ১ ওভারে ৩৬ রান দিলেন আজমতউল্লাহ  

এর আগে বিশ্বে মাত্র চার জন বোলার টি-টোয়েন্টিতে ওভারে ৩৬ রান দিয়েছিলেন। পঞ্চম বোলার হিসেবে চলমান বিশ্বকাপে এমন বাজে রেকর্ডে নাম লিখিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। 

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওভারে ৩৬ রান দেন আজমতুল্লাহ। অথচ এর আগে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাত্র পাঁচ রান দিয়ে উইকেটও নিয়েছিলেন ১টি! 

৩৬ রান দিলেও আজমতুল্লাহ হজম করেছেন মাত্র তিনটি ছয়। ৮ রান আসে দুই চার থেকে। বাউন্ডারিতে ২৬ রানই নেন নিকোলাস পুরাণ। বাকি ১০ রান আসে অতিরিক্ত থেকে! এর আগে ৩৬ রান দেওয়া চার বোলার হলেন স্টুয়াট ব্রড, আকিলা ধানাঞ্জয়া, করিম জানাত ও কামরান খান। 

আরো পড়ুন:

আজমতুল্লাহর এমন খরুচে বোলিংয়ে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে উইন্ডিজ। চলমান বিশ্বকাপে সর্বোচ্চ আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটি চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। 

পুরাণ শেষ পর্যন্ত ৫৩ বলে ৯৮ রানের ইনিংস খেলেন। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে উইন্ডিজ ২১৮ রান করে। তাড়া করতে নেমে মাত্র ১১৪ রান করতে পারে আফগানরা। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়