ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

উগান্ডার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাসাবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২০ জুন ২০২৪  
উগান্ডার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাসাবা

প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে খেলার সুযোগ পেয়েছিল উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রায়ান মাসাবা। বিশ্বকাপ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। উগান্ডার লুগোগোতে বিশ্বকাপ শেষে দলের এক মিটিংয়ে এ ঘোষণা দেন মাসাবা।

আজ বৃহস্পতিবারে (২০ জুন) লুগোগোর মিটিংয়ে দায়িত্ব থেকে সরে যাওয়া নিয়ে মাসাবা বলেন, ‘শুধু বিশ্বকাপ নয়, যেকোনো পর্যায়ে উগান্ডাকে নেতৃত্ব দেওয়া সম্মানের। দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হচ্ছে, আমরা নতুন একটা চক্রে প্রবেশ করছি। নতুন কেউ দায়িত্ব নিয়ে দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার এটাই সময়।’

২০১৮ সালে উগান্ডার দায়িত্ব নিয়েছেন মাসাবা। তার অধীনেই গেল ৫ বছর খেলেছে দলটি। তার অধীনেই প্রথমবার বিশ্বকাপ খেলেছে উগান্ডা। বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ও পেয়েছে। হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

আরো পড়ুন:

২০০৯ সালে উগান্ডার জার্সি গায়ে জড়ান মাসাবা। এরপর দলনেতা হিসেবে উগান্ডাকে ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথমবার খেলেন ২০১৯ সালে। এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলে নিয়েছেব ২৪ উইকেট। রান করেছেন ৪৩৯।

এবারের বিশ্বকাপেও বল হাতে দারুণ করেছেন মাসাবা। ৩ ম্যাচে বোলিং করে উইকেট নিয়েছেন ৫টি। পাপুয়া নিউগিনির বিপক্ষে নিয়েছেন ১৭ রানে ১ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়