ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

স্পেনের দাপটে আত্মঘাতী গোলে হারলো দিশেহারা ইতালি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ২১ জুন ২০২৪   আপডেট: ০৩:৩৬, ২১ জুন ২০২৪
স্পেনের দাপটে আত্মঘাতী গোলে হারলো দিশেহারা ইতালি 

ইনজুরি সময়েরও শেষ। তখন প্রত্যাবর্তনের আভাস দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। স্প্যানিশ ডিফেন্সে বাধা পেয়ে কর্নারও আদায় করে নেয়। তবে কাজ হয়নি। স্পেনের দাপুটে ফুটবলে কার্যত দিশেহারা ইতালি নিজেদের জালে নিজেরা গোল দিয়ে হারলো।

গ্রুপ ‘বি’ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় দুই হ্যাভিওয়েট স্পেন-ইতালি। ভেল্টিনস অ্যারেনায় বারবার আক্রমণে ব্যর্থ হলেও ইতালির আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেন। আক্রমণের পর আক্রমণে বিধ্বস্ত  হয় ইতালিয়ান ডিফেন্স। গোল যেন সময়ের ব্যাপার। হতেও হতেও হচ্ছিল না। শেষ পর্যন্ত বিরতির পর ত্রাতা হয়ে আসেন খোদ ইতালিয়ান রিকার্দো কালাফিওরি।

আরো পড়ুন:

৫৫ মিনিটে বাঁ দিক থেকে গোলবারের অল্প একটু সামনে দিয়ে ডি বক্সে ক্রস করেন উইলিয়ামস। কোনো স্প্যানিশ নাগালে পায়নি বল। কিন্তু আক্রমণ ঠেকাতে গিয়ে যেন ভুলটা করে বসেন রিকার্দো। তার পায়ে লেগে বল জড়িয়ে যায় নিজদের জালে।

শেষ পর্যন্ত এই গোলটি ম্যাচের ব্যবধান গড়ে। এবারের ইউরোতে গ্রুপ পর্বেই সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড হলো। গোলে সহায়তাসহ দারুণ খেলে ম্যাচসেরা হন উইলিয়ামস।

ইতালির জাল লক্ষ্য করে স্পেন ২৯টি শট নেয়। এতেই বোঝা যাচ্ছে কতটা চাপে ছিল ইতালির ডিফেন্স। বিপরীতে ইতালি মাত্র ৫টি শট। ম্যাচের ৫৮ শতাংশ সময় বল ছিল স্প্যানিশদের পায়ে। এখানেও স্পেনের রাজত্ব ছিল।

‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে প্রথম দল হিসেবে নাম লেখালো স্পেন। দুই ম্যাচে তাদের পয়েন্ট সর্বোচ্চ ছয়। সমান ম্যাচে ৩ পয়েন্ট  নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। আর ১ পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থ স্থানে আছে আল বেনিয়া-ক্রোয়েশিয়া। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়