ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কানাডার বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ২১ জুন ২০২৪   আপডেট: ০৭:৪৪, ২১ জুন ২০২৪
কানাডার বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা

পর্দা উঠেছে কোপা আমেরিকা-২০২৪ এর। উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কানাডা। আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমবার কোপা আমেরিকায় অংশ নেওয়া কানাডার বিপক্ষে গোলের দেখা পায়নি কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলশূন্যভাবে শেষ হয়েছে প্রথমার্ধের লড়াই।

প্রথমার্ধে ৬৬ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার কাছে। ৩৪ শতাংশ ছিল কানাডার কাছে। আর্জেন্টিনা এ সময় ৮টি শট নিয়েছিল। তার মধ্যে অন টার্গেটি ছিল ৩টি। অন্যদিকে কানাডা নিয়েছিল ৬টি শট। তার মধ্যে একটি ছিল অন টার্গেটে।

আর্জেন্টিনা কর্নার পেয়েছিল ৪টি। কিন্তু তার একটি থেকেও গোল করতে পারেনি। কানাডা পেয়েছিল একটি কর্নার।

আরো পড়ুন:

অবশ্য উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। সেগুলো রুখে দিয়েছেন দুই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রেপিয়াউ। প্রথমার্ধের পারফরম্যান্সে কানাডা নিঃসন্দেহে খুশি। কারণ, বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তারা চোখে চোখ রেখে লড়াই করেছে এবং ৪৫ মিনিটে কোনো গোল হজম করেনি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়