ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

হালাল খাবার খেতে নিজেরাই রান্না করছেন আফগানিস্তানের ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২২ জুন ২০২৪  
হালাল খাবার খেতে নিজেরাই রান্না করছেন আফগানিস্তানের ক্রিকেটাররা

ক্যারিবিয়ানে খেলতে গিয়ে হালাল খাবারের সংকটে পড়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। বিভিন্ন ভেন্যুর হোটেলগুলোতে পর্যাপ্ত হালাল খাবার পাচ্ছেন না তারা। আবার হালাল খাবার ছাড়া খাচ্ছেনও না। তাই তৈরি হয় সমস্যা। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য নিজেরাই বাজার করে রান্না করতে শুরু করেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। এক্ষেত্রে তাদের সহায়তা করছেন ওয়েস্ট ইন্ডিজে থাকা তাদের এক বন্ধু। 

ওয়েস্ট ইন্ডিজে হালাল মাংস পেতে কাঠখড় পোড়াতে হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটার ও অন্যান্য কর্মকর্তাদের। তাই নিজেরাই মাংসের ব্যবস্থা করে নিজেদের মতো করে রান্না করছেন। রশিদ-নবী-ফারুকিরা নিজেরাই বনে যাচ্ছেন পাচক।

এ বিষয়ে আফগানিস্তানের এক ক্রিকেটার বলেন, ‘আমরা যে হোটেলে থাকছি সেখানে হালাল খাবার পাওয়া যায় না। কখনো আমরা নিজেরা রান্না করছি। আবার কখনো বাইরে হালাল খাবারের দোকান খুঁজে গিয়ে খেয়ে আসছি। ওয়ানডে বিশ্বকাপের সময় ভারতে আমাদের খাবার নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। সবকিছু যথাযথ ছিল। কিন্তু এখানে হালাল মাংস পাওয়াই যায় না। বিশেষ করে গরুর মাংস।’

আরো পড়ুন:

‘কিছু কিছু জায়গায় পাওয়া যায়। যেমন সেন্ট লুসিয়ায়। তবে সব ভেন্যুতে পাওয়া যায় না। এখানে থাকা আমাদের এক বন্ধু আমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করছেন এবং আমরা নিজেরা সেটা রান্না করে খাচ্ছি।’

পাশাপাশি আঁটসাঁট সূচির কারণেও হালাল খাবার পেতে সমস্যা হচ্ছে তাদের।

রোববার (২৩ জুন, ২০২৪) সকালে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়