ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কোহলির ওপর অসন্তুষ্ট ভারতের ব্যাটিং কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২২ জুন ২০২৪  
কোহলির ওপর অসন্তুষ্ট ভারতের ব্যাটিং কোচ

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলি রান পাচ্ছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারত গ্রুপপর্ব থেকে শুরু করে ইতোমধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেললেও তার ব্যাট এখনও হাসেনি। চার ম্যাচ খেলে তিনি রান করেছেন মাত্র ২৯টি। গড় ৭.২৫। সর্বোচ্চ খেলেছেন ২৪ রানের ইনিংস। বাকি তিন ম্যাচে তার রান ০, ১ ও ৪। তার ব্যাটিং নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

তিনি বলেছেন, ‘আমি অবশ্য তার ব্যাটিংয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। বিরাট যদি তার ছন্দ ফিরে পায়, রান পায় তাহলে আমি খুবই খুশি হবো। যাইহোক, কখনো কখনো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা দরকার।’

‘যেসব খেলোয়াড় ভারতে বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি, তারাই এখানে ভালো পারফরম্যান্স করছে। আমাদের মিডল অর্ডারও মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে। সবমিলিয়ে বিষয়টা আমাদের জন্য বেশ স্বস্তিদায়ক।’

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়