ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

৫০ রানে হেরে সুপার এইট থেকে বাদ বাংলাদেশ

সাইফুল ইসলাম রিয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২২ জুন ২০২৪   আপডেট: ২৩:৫৬, ২২ জুন ২০২৪
৫০ রানে হেরে সুপার এইট থেকে বাদ বাংলাদেশ

ভারত: ১৯৬/৫ (২০ ওভার) 

বাংলাদেশ: ১৪৬/৮ (২০ ওভার) 

তাড়া করতে নেমে বাংলাদেশ ১৪৬ রানে থামে। ৫০ রানে হেরে সুপার এইট থেকে ছিটকে পড়লো বাংলাদেশ। অন্যদিকে ভারত নাম লেখালো সেমি ফাইনালে। সর্বোচ্চ ৪০ রান করেন শান্ত। এ ছাড়া তানজীদ ২৯, রিশাদ ২৪ রান করেন। শেষ ওভারে আউট হওয়া মাহমুদউল্লাহ ১৫ বলে ১৩ রান করেন। ভারতের হয়ে ৩ উইকেট নেন কুলদীপ। ২টি করে উইকেট নেন আরশদীপ-বুমরাহ। 

১০ বলে রিশাদের ২৪

আরশদীপ-অক্ষরের ওভারে ছয়-চার হাঁকিয়ে মাত্র ১০ বলে ২৪ রান করেন রিশাদ। বুমরাকে মারতে গিয়ে ধরা পড়েন রোহিতের হাতে। তার আউটে হারের ব্যবধান কিছুটা কমে এই যা।

শান্ত-জাকেরের বিদায় 

শান্তকে শুরু থেকে সাবলীল দেখা যাচ্ছিল। চেষ্টা করছিলেন বলের সঙ্গে রানের পার্থক্য কমাতে। বেশিদূর এগোতে পারলেন না। বুমরাহর অফ কাটারে ধরা পড়েন আরশীপের হাতে। ৩২ বলে ৪১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে আসা জাকের পরের ওভারেই আউট হন। আরশদীপের স্লোয়ারে ধরা পড়েন কোহলির হাতে। ৪ বলে ১ রান করেন তিনি। 

ছক্কার পর সাকিবের অক্কা 

কুলদীপকে ছক্কা মারার পরের বলে আউট সাকিব। আউট সাইড অফের বল মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। সহজ ক্যাচ নেন রোহিত। ৭ বলে ১১ রান করেন সাকিব।

তানজীদ-হৃদয়ের আউটের সঙ্গে দুই রিভিউ হারালো বাংলাদেশ

কুলদীপকে সুইপ করতে চেয়েছিলেন হৃদয়। বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু কাজ হয়নি। ৬ বলে ৪ রান করেন তিনি। এর আগে তানজীদের আউটের পরও রিভিউ নেয় বাংলাদেশ, সেটিও বিপক্ষে যায়। ক্রিজে শান্তর সঙ্গী সাকিব।

ধীরগতির ব্যাটিংয়ের পর তানজীদের বিদায় 

ধীরগতির ব্যাটিংয়ের পর বিদায় নিলেন তানজীদ তামিম। ৩১ বলে ২৯ রান করেন তিনি। কুলদীপের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। রিভিউ নিলেও লাভ হয়নি। তার আউটে শান্তর সঙ্গে ৩১ বলে ৩১ রানের জুটি ভাঙে। ক্রিজে শান্তর সঙ্গী হৃদয়।

হার্দিককে ছক্কা মেরে পরের বলেই আউট লিটন 

পঞ্চম ওভারে প্রথম ওভার করতে আসেন হার্দিক। দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে পুল করে দারুণ ছয় হাঁকান লিটন। পরের বলে আবার মারতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগে। ১০ বলে ১৩ রান করেন এই ব্যাটার। তার আউটের পর ক্রিজে তানজীদের সঙ্গী শান্ত। পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪২ রান করে ১ উইকেট হারিয়ে। 

১৯৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে থামলো ভারত

শেষ ওভারে মোস্তাফিজ দেন ১৮ রান! শেষ বলে চার হাঁকিয়ে মাত্র ২৭ বলে ফিফটির দেখা পান হার্দিক। তাতে ভারতের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৯৬। সর্বোচ্চ রান হার্দিকের ব্যাট থেকেই আসে। এ ছাড়া কোহলি ২৮ বলে ৩৭, ঋষভ ২৪ বলে ৩৬ ও দুবে ২৪ বলে ৩৪ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন তানজীম-রিশাদ। ৪ ওভারে ৪৮ রান দেন মোস্তাফিজ, ছিলেন উইকেট শূন্য। সাকিব ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট। 

এবার বোল্ড করে দুবে ঝড় থামালেন রিশাদ

ঋষব ঝড় থামানোর পর দুবে-হার্দিক জুটি গড়ে বড় রানের দিকে এগোচ্ছিল ভারত। দুজনের জুটিতে আসে ৩৪ বলে ৫৩ রান। দুবেকে থামিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ। ২৪ বলে ৩৪ রান করেন এই অলরাউন্ডার। রিশাদ ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট। ক্রজে হার্দিকের সঙ্গী অক্ষর।

ঘূর্ণিজাদুতে ঋষভ ঝড় থামালেন রিশাদ

প্রথম বলে সিঙ্গেল নিয়ে ঋষভকে স্ট্রাইক দেন দুবে। পরপর দুই বলে হাঁকান ছয়-চার। চতুর্থ বলে ফেরেন রিভার্স সুইপ করতে গিয়ে। বল চলে যায় শর্ট থার্ডে দাঁড়ানো তানজীম সাকিবের হাতে। ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নেন ঋষভ। ক্রিজে দুবের সঙ্গী হার্দিক। ২ ওভারে ২৮ রান দিয়ে রিশাদ ১ উইকেট নেন। 

তিন বলের ব্যবধানে তানজীমের শিকার কোহলি-সুরিয়া

রোহিত ফিরলেও কোহলি ভোগাচ্ছিলেন বাংলাদেশকে। বাউন্ডারি হাঁকাচ্ছেন বলে কয়ে। এরপর তানজীম এলেন অবতার হয়ে। বোল্ড করেন কিং কোহলিকে। ডাউন দ্য গ্রাউন্ডে এসে মারতে চেয়েছিলেন, বল ব্যাট ফাঁকি দিয়ে ঢুকে যায় স্ট্যাম্পে। ২৮ বলে ৩৭ রান করেন রিনি। এরপর সুরিয়ে এসেই হাঁকান ছক্কা। এরপরই আউট এক্সট্রা বাউন্সে পরাস্ত হন তিনি। ছাড়বেন নাকি খেলবেন এ দোটানায় থেকে খোঁচা দিয়ে বসেন। ২ ওভারে ১৫ রান দিয়ে তানজীম নেন ২ উইকেট। ক্রিজে ঋষভের সঙ্গী দুবে। 

পাওয়ার প্লেতে ভারতের ৫৩

ভারত শুরুটা দারুণ করেছে। পাওয়ার প্লেতে দলটি ৫৩ রান নিয়েছে। হারিয়েছে মাত্র ১ উইকেট। রোহিত ফিরলেও অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন কোহলি। ঋষভ এখনো খেলছেন দেখেশুনে। 

সাকিবের ৫০ উইকেট 

টস হেরে ব্যাটিং করতে নেমে ভারত দারুণ শুরু করেছে। প্রথম ওভারে শেখ মেহেদী ৮ রান দিয়ে শুরু করেন। দ্বিতীয় ওভারে সাকিব এসে ১৫ রান দেন। ছক্কা-চার হাঁকান কোহলি। তৃতীয় ওভারে এসে তানজীম সাকিব দেন ৬ রান। চতুর্থ ওভারে এবার সাকিবের উপর চওড়া হন রোহিত। হাঁকান ছয়-চার। তবে এবার থামতে হয়েছে। উড়িয়ে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। দারুণ ক্যাচ নেন জাকের আলী। ২ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। বিশ্বকাপে সাকিবের এটি ৫০তম উইকেট। আর কোনো বোলারের এমন কীর্তি নেই। ১১ বলে ২৩ রান করেন রোহিত। ক্রিজে কোহলির সঙ্ঙ্গী ঋষভ।     

টস

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। পেসার তাসকিন আহমেদ বাদ পড়েছেন একাদশ থেকে। একাদশে এলেন জাকের আলী অনিক। 

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক ), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ। 

মুখোমুখি বাংলাদেশ-ভারত 

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-ভারত। গ্রুপ ওয়ান থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে দুই দল। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। 

পরিসংখ্যানের লড়াই

টি-টোয়েন্টিতে দুই দলের তেরোবারের মুখোমুখিতে বাংলাদেশ কেবল একবার জিতেছে। বাকি ১২ ম্যাচে ভারত জিতেছে। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল অ্যাডিলেডে মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫ রানে। 

ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই উত্তেজনা 

গত বিশ্বকাপে বিরাট কোহলির একটি ঘটনা ম্যাচের পর আলোড়ন তৈরি করে। ফেক ফিল্ডিংয়ের অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু মাঠের আম্পায়াররা সেদিকে কর্ণপাতই করেননি। যদি বাংলাদেশের অভিযোগ আমলে নিতো আম্পায়াররা তাহলে ৫ রান পেনাল্টি পেত। হয়তো ম্যাচের ভাগ্যও পরিবর্তন হতে পারতো। প্রতিবেশি এই দুই দল শেষ কয়েক বছরে যতবারই মাঠে নেমেছে, কোনো না কোনো ঘটনা ঘটেছে। ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা ছড়ায়, উত্তেজনার সৃষ্টি হয়। আজও তেমন কিছু হবে এমনটাই প্রত্যাশা।

বাঁচা-মরার লড়াই

আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। অ্যান্টিগায় কার মুখে হাসি ফুটবে? রোহিত শর্মার ভারত নাকি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের? 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়