জর্জিয়া-চেকিয়ার পয়েন্ট ভাগাভাগি

ইউরোর ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার রাতে মুখোমুখি হয় জর্জিয়া ও চেক প্রজাতন্ত্র। সুযোগ মিসের মহড়ায় ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেছে দল দুটি। প্রথম ম্যাচে চেকিয়া তুরস্কের কাছে ও জর্জিয়া পর্তুগালের কাছে হেরেছিল। আজ পয়েন্ট ভাগাভাগি করায় তাদের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা কঠিন হয়ে গেল। শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে তারা আশা জাগিয়ে রাখতে পারবে শেষ ষোলোর।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে জর্জিয়ার জর্জেস মিকাউতাদজি পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। আর বিরতি থেকে ফিরে চেকিয়ার প্যাট্রিক শিক হেডে গোল করে সমতা ফেরান।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে গোলশূন্য থাকে ৪৫ মিনিট পর্যন্ত। তবে যোগ করা সময়ে এগিয়ে যায় জর্জিয়া। এ সময় বক্সের মধ্যে চেকিয়ার রবিন হ্রানাক হ্যান্ডবল করলে ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে জর্জিয়ার জর্জেস গোল করে এগিয়ে নেন দলকে।
বিরতির পর সমতা ফেরাতে বেশি দেরি করেনি চেকিয়া। ৫৯ মিনিটে প্যাটরিকের গোলে ফেরে সমতা। এ সময় কর্নার পায় চেক প্রজাতন্ত্র। কর্নার থেকে ভ্লাদিমির কওফালের উড়িয়ে মারা বলে হেড নেন অন্দ্রেজ লিনজার। সেটি বামদিকের পোস্টে লেগে ফিরে আসে প্যাট্রিকের কাছে। তিনি বুকে লাগিয়ে ভেতরে প্রবেশ করান।
শেষ মুহূর্তে (৯০+৫) এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল জর্জিয়া। এ সময় পাল্টা আক্রমণে ওঠে তারা। জিওর্জি বল নিয়ে ডি বক্সের সামনে এসে বাড়িয়ে দেন ডানদিকে থাকা সাবা লোবজানিদজেকে। তার সামনে ছিলেন কেবল চেকিয়ার গোলরক্ষক। কিন্তু সাবা গোলরক্ষকের মাথার উপরে দিয়ে উড়িয়ে মেরে দারুণ সুযোগটি নষ্ট করেন। হাতছাড়া করেন ইউরোর ইতিহাসে জর্জিয়ার প্রথম জয় পাওয়ার সুযোগ।
ঢাকা/আমিনুল