ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কোপা আমেরিকায় সবচেয়ে দামি দল ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২২ জুন ২০২৪   আপডেট: ২৩:০২, ২২ জুন ২০২৪
কোপা আমেরিকায় সবচেয়ে দামি দল ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

শুক্রবার সকাল (২১ জুন, ২০২৪) থেকে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবার কোপা আমেরিকায় খেলতে আসা কানাডার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আলবিসিলেস্তেরা।

ব্রাজিল অবশ্য এখনও মাঠে নামেনি। তারা মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে। তার আগে ট্রান্সফার মার্কেট ও ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে এবারের কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের। তাদের স্কোয়াডে থাকা সব খেলোয়াড়দের সমন্বিত মূল্য ১.৩৫৩ বিলিয়ন ডলার। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র। রিয়ালে তার মূল্য ১৯৩ মিলিয়ন ডলার।

ব্রাজিলের অবশ্য পরেই অবস্থান করছে আর্জেন্টিনা। তাদের দলের খেলোয়াড়দের সমন্বিত মূল্য ৯২০ মিলিয়ন ডলার। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় লাওতারো মার্টিনেজ। ইন্টার মিলানে তার মূল্য ১১৮ মিলিয়ন ডলার।

তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। তাদের দলের সব খেলোয়াড়দের মূল্যের যোগফল ৫৮১ মিলিয়ন ইউরো। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে। রিয়াল মাদ্রিদে যার মূল্য ১২৮ মিলিয়ন ডলার।

এছাড়া এবারের আসরে অংশ নেওয়া বাকি ১৩ দলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মোট মূল্য ৩৪৬ মিলিয়ন ডলার, কলম্বোর ২৮৩ মিলিয়ন, ইকুয়েডর ২২৬ মিলিয়ন, মেক্সিকো ২০৫ মিলিয়ন, কানাডা ১৮১ মিলিয়ন, প্যরাগুয়ে ১৩৪ মিলিয়ন ও জ্যামাইকা ৯৫ মিলিয়ন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়