ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

আবারও সাকিবকে ‘খোঁচা’ শেবাগের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ জুন ২০২৪   আপডেট: ১৪:১০, ২৩ জুন ২০২৪
আবারও সাকিবকে ‘খোঁচা’ শেবাগের

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর সাকিব আল হাসানের কঠিন সমালোচনা করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ। এ নিয়ে তখন বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সাকিবের সমালোচনায় মাতলেন শেবাগ।

সুপার এইটে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫০ রানে পরাজয়ের পর শেবাগ সাকিবকে ইঙ্গিত করে বলেন, সাকিবের উচিত নতুন কারও জন্য জায়গা ছেড়ে দেওয়া। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ আরও বলেন, ‘সাকিব কোনো কিছুর পরোয়া করেন কিনা, তা নিয়ে দ্বিধা আছে তার।’

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন বিপদে, সেই সময়ে ৭ বলে ১১ রান করে ফিরে যান সাকিব। এ নিয়ে শেবাগ বলেন, ‘এতো অভিজ্ঞ হয়েও অভিজ্ঞতার কোনো ব্যবহার নেই সাকিবের মাঝে। একটা বল ছক্কা হয়েছে বলে সব বল ছক্কা হবে, এমন ভাবা উচিত নয়।’

আরো পড়ুন:

ওই সময়ে ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শেবাগ বলেন, 'আমি এটাই বলতে যাচ্ছি। আপনার সাথে যখন একজন ব্যাটসম্যান আছে, তাকে সঙ্গ দিন, টিকে থাকুন। ওখানে থেকে ম্যাচ এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। উল্টো আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেছেন।’

‘আমি বুঝতে পারছি না সে এতো অভিজ্ঞ, সেটার ব্যবহার করছে না কেন? সে কি চিন্তা করেছে, অনেক বড় লক্ষ্য, একটা বলে ছক্কা মেরেছি, সব বলেই ছক্কা হবে। এমনও তো হতে পারে না। অভিজ্ঞতা জন্যেই আমি আগেরবারও বলেছিলাম, সাকিবের উচিত নতুন কোনো ক্রিকেটারকে জায়গা ছেড়ে দেওয়া।’-যোগ করেন তিনি। 

ভারতের বিপক্ষে ম্যাচ হারায় কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনালের আশা। যদিও কাগজে-কলমে টিকে আছে স্বপ্ন। তবে সেটাও কঠিন এক সমীকরণ। নিজেদের পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচের ফলাফলের দিকে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়