ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

এশিয়া কাপ দলে ফিরলেন জাহানারা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৩ জুন ২০২৪  
এশিয়া কাপ দলে ফিরলেন জাহানারা

এশিয়া কাপের জন্য রোববার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কায় ১৯ থেকে ২৮ জুলাই পর্যন্ত বসছে এশিয়া কাপের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপের প্রতিযোগিতা।

১৫ সদস্যের দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাহানারা। টুর্নামেন্টের রানার্সআপ আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ২৫ উইকেট পেয়েছেন। যেখানে ইকোনমি ছিল ৩.১২, বোলিং গড় ৮.৮৮।

এক বছরেরও বেশি সময় পর জাহানারা জাতীয় দলে ফিরলেন। সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০২৩ সালের ১২ মে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে। এরপর পারফরম্যান্সের কারণে লম্বা সময় তাকে জাতীয় দলের বাইরে রেখেছিল টিম ম্যানেজমেন্ট।

আরো পড়ুন:

আট দল এশিয়া কাপে অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে ২০২৪ ওমেন্স প্রিমিয়ার কাপ থেকে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেপাল এবং থাইল্যান্ড এবার অংশ নিচ্ছে। 

এ বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এর আগে এশিয়া কাপ হচ্ছে শেষ প্রতিদ্বন্দ্বীতামূলক প্রতিযোগিতা। নিজেদের গুছিয়ে নেওয়া, সাম্ভাব্য সেরা প্রস্তুতি দেওয়ার এটাই সর্বোচ্চ সুযোগ। 

বাংলাদেশ স্কোয়াড: 
নিগার সুলাতান জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন ও শরিফা খাতুন।

স্ট্যান্ড বাই:.
তাজ নেহার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও পূজা চক্রবর্তী।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়