ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাটলারের ৫ ছক্কার ঝড়ে রেকর্ডের পাতায় হারমিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ২৪ জুন ২০২৪   আপডেট: ০৫:০৯, ২৪ জুন ২০২৪
বাটলারের ৫ ছক্কার ঝড়ে রেকর্ডের পাতায় হারমিত

হারমিত সিংয়ের করা নবম ওভারের প্রথম বল। লং অনে খেলে সিঙ্গেল নেন ফিলিপ সল্ট। স্ট্রাইক পেয়ে পাঁচ-পাঁচটি ছক্কা হাঁকান ইংলিশ অধিনায়ক জস বাটলার। এক ওয়াইডসহ ওভারে আসে ৩২ রান!

এই ঝড়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় ইংল্যান্ড। এক পা দিয়ে রাখে সেমিফাইনালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬২ বল হাত রেখে ১০ উইকেটে জয়ের রেকর্ড এটি।

৫ ছক্কার ওভারে ৩২ রান টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খরুচে ওভার। হারমিতের আগে সর্বোচ্চ ৩৬ রান দেন স্টুয়াট ব্রড, আজমতুল্লাহ ওমরজাই ৩৩ রান দেন জেরিমি গর্ডন ও হারমিতের সমান ৩২ রান দেন ইজাতুল্লাহ দাওলাতজাই।

আরো পড়ুন:

প্রথম ছয় হাঁকিয়ে ৩২ বলে ফিফটির দেখা পান বাটলার। মাত্র ৩৮ বলে ৮৩ রান করেন তিনি। ছয় হাঁকিয়েছেন ৭টি। স্ট্রাইক রেট ২১৮! তার সঙ্গে ২৫ রানে অপরাজিত ছিলেন সল্ট।

হারমিত প্রথম ওভার দারুণ করেছিলেন। দিয়েছেন মাত্র ৪ রান। গড়বড় করে বসেন দ্বিতীয় ওভারে। ২ ওভারে ৩৬ রান দেন তিনি। সমান ওভারে ২৬ রান দেন আলী খান। ওভার প্রতি ৯-রানের নিচে কোনো বোলারই দিতে পারেননি। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়