ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

পানামাকে হারিয়ে কোপা অভিযান শুরু উরুগুয়ের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৪ জুন ২০২৪   আপডেট: ১২:২৪, ২৪ জুন ২০২৪
পানামাকে হারিয়ে কোপা অভিযান শুরু উরুগুয়ের

কোপা আমেরিকার অন্যতম সফল দল উরুগুয়ে। এ আসরে সর্বোচ্চ শিরোপা জয়ের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে তারা। এবারের আসরেও চ্যাম্পিয়নদের মতোই শুরুটা করলো মার্সেলো বিয়েলসার শিষ্যরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আজ সোমবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় সি-গ্রুপের ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের চেপে বসে উরুগুয়ে। একের পর এক আক্রমণে ম্যাচের ষোড়শ মিনিটেই গোলের দেখা যায় তারা।

একজনের পাস থেকে বল পেয়ে ম্যাতিয়াস ভিনার পাস দেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর দিকে। ডি বক্সের বাইরেই ওত পেতে ছিলেন এই ফরোয়ার্ড। বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ম্যাক্সিমিলিয়ানো। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় উরুগুয়ে।

বিরতির পর গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালায় পানামা। উরুগুয়েও লিড বাড়িয়ে নেওয়ার জন্যেই খেলতে থাকে। তাতে ম্যাচের শেষ মুহূর্তে ৮৬ মিনিটে এগিয়ে যায় পনেরোবারের চ্যাম্পিয়নরা। দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা।

এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান তিনে নিয়ে যান। উরুগুয়ে যখন বড় জয় নিয়ে মাঠ ছাড়তে যাবে, ঠিক তখনিই এক গোল শোধ করে পানামা। ৯৫তম মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করেন মিখাইল মুরিলো।

এই জয়ে পয়েন্ট টেবিলে গ্রুপ সি-তে শীর্ষে অবস্থান করেছে উরুগুয়ে। ১ ম্যাচ খেলে ১ জয়ে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান যুক্তরাষ্ট্রের। পানামা আছে টেবিলের তিনে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়