ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ঝড়ো ব্যাটিংয়ে চার রেকর্ড গড়লেন রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২৪ জুন ২০২৪   আপডেট: ২২:০৫, ২৪ জুন ২০২৪
ঝড়ো ব্যাটিংয়ে চার রেকর্ড গড়লেন রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন রোহিত শর্মা। তাতে গড়েন চারটি রেকর্ড।

চার আর ছক্কা বৃষ্টিতে মাত্র ১৯ বলে ফিফটি করেন আজ। যা এবারের বিশ্বকাপে দ্রুততম ফিফটি।

ফিফটি করার পথে ৫টি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড ২০০ ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন। তিনি ছাড়া আর কেউ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতো ছক্কা হাঁকাতে পারেননি। ১৭৩ ছক্কা নিয়ে তার পেছনে আছেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল।

আরো পড়ুন:

শুধু তাই নয়, আজ ছক্কার আরও একটি রেকর্ড ভাঙেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ফরম্যাটে সর্বোচ্চ ১৩৩ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েন তিনি। এই রেকর্ড আগে ছিল ক্রিস গেইলের। তিনি সর্বোচ্চ ১৩০টি ছক্কা হাঁকিয়েছিলেন অজিদের বিপক্ষে।

শুধু তাই নয়, বিরাট কোহলিকে পেছনে ফেলে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েন অধিনায়ক। আজ ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলে তার মোট রান হয় ৪১৬৫। কোহলির রান ৪১০৮।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়