ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

রশিদ-নবীদের অভিনন্দন জানালো তালেবান সরকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৫ জুন ২০২৪   আপডেট: ১৯:৪২, ২৫ জুন ২০২৪
রশিদ-নবীদের অভিনন্দন জানালো তালেবান সরকার

ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। আজ মঙ্গলবার সকালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে দেশটি তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার শেষ চারে নাম লেখায়। এমন অর্জনে গোটা দেশ আনন্দে ভাসছে। প্রথমবারের মতো সেমিফাইনালে নাম লেখানোয় রশিদ-নবী-গুলবাদিনদের অভিনন্দন জানিয়েছে তালেবান সরকার।

সেমিফাইনালে ওঠায় আফগানিস্তান দলকে অভিনন্দন জানাতে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি ভিডিও কল করেন অধিনায়ক রশিদ খানকে।

সোয়া দুই মিনিটের ভিডিও কলে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কলে রশিদ খানের সঙ্গে কথা বলছেন। তাদের অভিনন্দন জানাচ্ছেন, শুভ কামনা জানাচ্ছেন।

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে আফগানরা। যেখানে তারা পেয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়