ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ইনজামামের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৬ জুন ২০২৪   আপডেট: ১৫:৩৬, ২৬ জুন ২০২৪
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ইনজামামের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। আসরের ফেভারিটও তারা। রোহিত শর্মার দল যখন আরেকটি জয়ের ছক কষছে, ঠিক তখনই দলের পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম-উল-হক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্শদীপ। বল হাতে ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। তার বোলিং নৈপুণ্যে ম্যাচ জিতে ভারত। এই ম্যাচেই আর্শদীপের বোলিং নিয়ে অভিযোগ করেছেন ইনজামাম।

পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলের টক শোতে ইনজামাম বলেন, ‘১৫তম (১৬তম) ওভারে বল করতে এসে আর্শদীপ তুলনামূলক নতুন বল দিয়েই রিভার্স সুইং করেন। এর মানে ১২-১৩ ওভারের দিকেই বলটি রিভার্স সুইংয়ের জন্য তৈরি ছিল। এসব বিষয়ে আম্পায়ারদের আরও সতর্ক থাকা উচিত।’

একই টক শোতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিকও ভারতকে সহায়তার অভিযোগ তুলেছেন। তিনি সাফ বলে দিয়েছেন, আইসিসি বড় আসরে ভারতকে সহায়তা দিচ্ছে, ‘কোনো নির্দিষ্ট দলের বেলায় আইসিসি তার চোখ বন্ধ করে রাখে, ভারত তার মধ্যে অন্যতম।’

এদিকে ইনজামাম তার ক্ষোভ উগড়ে আরও বলেন, ‘এ ঘটনা যদি পাকিস্তানের কোনো বোলারের সঙ্গে ঘটতো তাহলে সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে যেতো।’

ইনজামামের অভিযোগ অবশ্য আমলে নিচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এমন অভিযোগের মাঝেই আগামীকাল রাত সাড়ে ৮টায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে ভারত। এই ম্যাচেও আর্শদীপের একাদশে থাকা নিশ্চিত।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়