৯ জনের দেশকে হারিয়ে নকআউটে তুরস্ক
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর শেষ ষোলো নিশ্চিত করেছে তুরস্ক। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরোপের সেরা হওয়ার দৌড়ে নক আউট পর্বের প্রথম ধাপে নাম লিখিয়েছে।
হামবুর্গে মঙ্গলবার দিবাগত রাত ১টায় চেকদের মুখোমুখি হয় তুরস্ক। ম্যাচটিতে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টার্কিশরা। তুরস্কের হয়ে হাকান ও চেঙ্ক গোল দুটি করেন। চেকদের হয়ে একমাত্র গোলটি করেন টমাস।
৩ ম্যাচে ২ জয়ে গ্রুপের দ্বিতীয় হয়ে নক আউটে নাম লেখায় তুরস্ক। ৩ জুলাই রাত ১টায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তুরস্কের প্রতিপক্ষ অস্ট্রিয়া। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শেষ দল হিসেবে বিদায় ঘণ্টা বেজেছে চেকদের।
ম্যাচের শুরুতে লাল কার্ড দেখেন চেক প্রজাতন্ত্রের অন্টনি বারাক। ২০ মিনিটে ১০ জনের দলের পরিণত হয় দেশটি। ইউরোর ইতিহাসে সবচেয়ে কম সময়ে বারাক লাল কার্ড দেখেন। ২৪ বছর পর চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় ফুটবলার হিসেবেও লাল কার্ড দেখেন।
বারাক নয় শুধু, শেষ বাঁশি বাজার আগে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান টমাস চোরি। ইনজুরি সময়ের অষ্টম মিনিটে লাল কার্ড দেখেন টমাস। ইউরোর সবশেষ ৭টি ম্যাচে চেকদের জয় মাত্র ১টিতে। দলটির বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে প্রত্যেকবার জয় পেয়েছে তুরস্ক।
প্রথমার্ধে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। ৫১ মিনিটে হাকানের গোলে এগিয়ে যায় তুরস্ক। ৬৬ মিনিটে গোল দিয়ে সমতা আনেন টমাস। খেলা গড়াচ্ছিল শেষ দিকে। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ত্রাতা হয়ে আসেন চেঙ্ক। শেষ হাসি হাসে তুরস্ক।
এই ম্যাচে টার্কিশরা দাপুটে ফুটবল খেলে। ম্যাচের ৬৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখার পাশাপাশি আক্রমণ করে ২৩টি। অন্যদিকে বল দখলের লড়াইয়ে দুর্বল হলেও আক্রমণের ধার কমেনি চেকদের। তারা ১৯বার শট নিয়েছে।
ঢাকা/রিয়াদ