ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

দলের অর্জনে সন্তুষ্ট রশিদ, প্রতিশ্রুতি দিলেন ফিরে আসার 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৭ জুন ২০২৪   আপডেট: ১১:০৬, ২৭ জুন ২০২৪
দলের অর্জনে সন্তুষ্ট রশিদ, প্রতিশ্রুতি দিলেন ফিরে আসার 

নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই বড় কোনো সাফল্য পেল আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলেছে দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাদ পড়লেও দলের অর্জনে খুশি অধিনায়ক রশিদ খান। সেই সঙ্গে জানিয়ে দিলেন, সামনে আরও শক্তিশালী হয়ে ফিরতে চান।

ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ৮.৫ ওভারেই এই রান তাড়া করে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। এমন হারের পরও দলের অর্জন দেখছেন রশিদ।

সেমি-ফাইনালে আফগানিস্তানের হারের পেছনে বড় একটা কারণ ছিল কন্ডিশন। টুইটারে সেটা উল্লেখ করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সোমবার রাতে সেমি-ফাইনালে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার চার ঘণ্টা ফ্লাইট দেরির পর ত্রিনিদাদে পৌঁছে অনুশীলনের সময় পায়নি। নতুন ভেন্যুর সঙ্গে মানিয়েও নিতে পারেনি।’

আরো পড়ুন:

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সেটা বললেন রশিদ, ‘দল হিসেবে আমাদের জন্য কঠিন এক রাত গেছে। আমরা এর চেয়ে ভালো করতে পারতাম। কিন্তু কন্ডিশন আমাদের সেটা করতে দেয়নি, তবে এটাই টি-টোয়েন্টি ক্রিকেট, আপনাকে যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

ম্যাচ হারের জন্য ব্যাটিং দায়ী উল্লেখ করে রশিদ আরও বলেন, ‘আমার মনে হয় আমরা ব্যাটিংটা ভালো করিনি। ব্যাটিং নিয়ে কিছু কাজ করতে হবে, বিশেষ করে মিডল অর্ডার কীভাবে খেলাটাকে গভীরে নিতে পারে তা নিয়ে। তবে আমরা দারুণ কিছু অর্জন করেছি, কঠোর পরিশ্রম করে আমরা আবার ফিরবো।’

এই বিশ্বকাপ যেখান থেকে শেষ করেছেন, সামনের আসরে সেখান থেকেই শুরু করতে চান রশিদ। সেই সঙ্গে কাজে লাগাতে চান এই আসর থেকে অর্জিত অভিজ্ঞতা ও অর্জন। নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে চান আফগান অধিনায়ক।

এ নিয়ে রশিদ আরও বলেন, ‘আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি। এটা মাত্র শুরু, যেকোনো দলকে হারানোর বিশ্বাস আমাদের আছে। আমাদের শুধু প্রক্রিয়া ঠিক রাখতে হবে। এই টুর্নামেন্ট থেকে আমরা বিশ্বাস পেয়েছি। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। এখন শুধু কঠিন পরিস্থিতি, চাপের মুহূর্তগুলো সামলাতে হবে।’

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়