ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

ইউরোর নকআউট পর্বের সময়সূচি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৭ জুন ২০২৪   আপডেট: ১৯:১৬, ২৭ জুন ২০২৪
ইউরোর নকআউট পর্বের সময়সূচি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ইউরোর গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে ১৬টি দল জায়গা করে নিয়েছে শেষ ষোলো তথা নকআউট পর্বে।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে এসেছে— জার্মানি, স্পেন, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া ও পর্তুগাল। আর গ্রুপ রানার্সআপ হয়ে এসেছে— সুইজারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্ক। এছাড়া ৬টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা হয়ে শেষ ষোলোতে পা রেখেছে আরও চারটি দল। দলগুলো হলো— স্লোভেনিয়া (‘সি’ গ্রুপ), নেদারল্যান্ডস (‘ডি’ গ্রুপ), স্লোভাকিয়া (‘ই’ গ্রুপ) ও জর্জিয়া (‘এফ’ গ্রুপ)।

এই দলগুলো নিয়ে ২৯ জুন শনিবার থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা। চলবে ২ জুলাই মঙ্গলবার পর্যন্ত। তার আগে চলুন দেখে নিই ইউরো-২০২৪ এর নকআউট পর্বের বিস্তারিত সময়সূচি।

আরো পড়ুন:

তারিখ মুখোমুখি সময়
২৯ জুন ইতালি-সুইজারল্যান্ড রাত ১০টা
২৯ জুন জার্মানি-ডেনমার্ক দিবাগত রাত ১টা
৩০ জুন ইংল্যান্ড-স্লোভাকিয়া রাত ১০টা
৩০ জুন স্পেন-জর্জিয়া দিবাগত রাত ১টা
১ জুলাই ফ্রান্স-বেলজিয়াম রাত ১০টা
১ জুলাই পর্তুগাল-স্লোভেনিয়া দিবাগত রাত ১টা
২ জুলাই নেদারল্যান্ডস-রোমানিয়া রাত ১০টা
২ জুলাই অস্ট্রিয়া-তুরস্ক দিবাগত রাত ১টা

 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়