ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কাঁদলেন রোহিত, কোহলির সান্ত্বনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৯, ২৮ জুন ২০২৪  
কাঁদলেন রোহিত, কোহলির সান্ত্বনা

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত হয়তো এখনো দগদগে। সেই দুর্বিষহ ফাইনালের এখনো বছর পেরোয়নি, ২২৬ দিনের মাথায় ভারত এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

গায়ানায় ইংল্যান্ডকে উড়িয়ে দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় ভারত। ২৯ জুন ফাইনালের মহারণে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ফাইনালে ওঠার আনন্দে যখন উচ্ছ্বসিত হওয়ার সময় তখন দেখা মেলে অন্যরকম এক দৃশ্যের। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার পথে একটি চেয়ারে বসে কাঁদতে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

আরো পড়ুন:

নিজের চোখ হাত দিয়ে ঢেকে রেখে ডুকরে কাঁদছিলেন রোহিত। এ সময় বিরাট কোহলিকে দেখা যায় রোহিতকে সান্ত্বনা দিতে। এরপর চোখ থেকে হাত সরালে রোহিতে কান্নার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

ফাইনালের মঞ্চে খুব শান্ত থাকতে চান রোহিতরা। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক, ‘দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠাণ্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনও উপায় নেই। আমরা এ বার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও এক বার খেলতে চাই।’

ফাইনালে যাওয়ার লড়াইয়ে দারুণ ব্যাট করেন রোহিত। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে বড় রানের ভিত গড়ে দেন। ভারত আগে ব্যাটিং করে ১৭১ রান করে। তাড়া করতে নেমে মাত্র ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৬৮ রানের জয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় রোহিত অ্যান্ড কোং।  

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়