ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

বিশ্বকাপ জিতলে দক্ষিণ আফ্রিকায় সাধারণ ছুটি ঘোষণা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৮ জুন ২০২৪   আপডেট: ২৩:০৭, ২৮ জুন ২০২৪
বিশ্বকাপ জিতলে দক্ষিণ আফ্রিকায় সাধারণ ছুটি ঘোষণা!

আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে (২৯ জুন, ২০২৪) ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। দুইবারের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যদি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে তাহলে সে দেশের সরকার কি সাধারণ ছুটি ঘোষণা করবে? যাতে করে দেশের জনগন বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে সামিল হতে পারে।

জানা গেছে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ রাগবি দল বিশ্বকাপ জিতেছিল। সে সময় শিরোপা জয় উদযাপন করতে দেশের সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল।

সে অনুযায়ী দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ ক্রিকেট দল যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাহলে সিরিল রামাফোসা সরকার সাধারণ ছুটি ঘোষণা করতে পারে। যাতে করে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার আনন্দে দেশের মানুষ সামিল হতে পারে। তাদের ক্রিকেট হিরোদের বরণ করে নিতে পারে।

আরো পড়ুন:

প্রথমবার ফাইনালে ওঠায় প্রত্যাশা বেড়েছে মার্করাম-মিলারদের ওপর। দেশটির ক্রিকেটপ্রেমীরা প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। সাংস্কৃতিক বৈচিত্রসম্পন্ন দক্ষিণ আফ্রিকার মানুষ তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপা জয়ের উল্লাসে মাততে প্রস্তুত। পারবে কি তাদের ক্রিকেট দল সেই প্রত্যাশা পূরণ করতে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়