ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

‘একটু কষ্ট হবেই’-ফাইনালে হেরে মার্করাম 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৩, ৩০ জুন ২০২৪  
‘একটু কষ্ট হবেই’-ফাইনালে হেরে মার্করাম 

হ্যানরিক ক্লাসেনের ঝড়ে মাঝপথে লণ্ডভণ্ড ভারত। তবুও পথ হারায়নি রোহিত শর্মার দল। অথৈ সাগরে হাবুডুবু খেলেও দক্ষ নাবিকের মতো ভারতকে পথ দেখান হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ। খুব কাছে গিয়েও প্রথম ফাইনাল হারের তিক্ত স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। আর বছরের ব্যবধানে আইসিসি ইভেন্টের তৃতীয় ফাইনালে এসে প্রথম ট্রফির দেখা পায় ভারত। 

ফাইনাল ম্যাচে ১৭৭ রানের লক্ষ্য তাড়ায় শেষ চার ওভারে যখন প্রয়োজন ২৬ রান, তখনই ক্লাসেনকে ফিরিয়ে আফ্রিকা বধের শুরু করেন হার্দিক। মাঝে বুমরাহ লাগাম টেনে ধরেন। শেষে আবার হার্দিক চমক দেখান। সঙ্গে অসাধারণ ক্যাচ নিয়ে রান না পাওয়া সূর্যকুমার বনে যান আনসাং হিরো। 

একটু এদিক-সেদিক হলেই দক্ষিণ আফ্রিকা জিতে নিতো পারত প্রথম আইসিসি টুর্নামেন্টের শিরোপা। মার্করাম হতে পারতেন ইতিহাসের নায়ক। কিন্তু ভাগ্যদেবী পাশে না থাকায় বিষন্ন হয়ে বিশ্বকাপের ময়দান ছাড়তে হয়েছে মার্করামকে। এরপর সংবাদ সম্মেলনে বললেন কষ্টের কথা, 

‘এটা আমাদের প্রথম ফাইনাল। এটা নিয়েও আমরা গর্বিত হতে পারি। কিন্তু যথেষ্ট না। আপনি শুধু ফাইনালে ওঠেই তৃপ্ত হতে পারবেন না। অনেক ভালো কিছু করেছি আমরা, কিন্তু একটু কষ্ট তো হবেই (ফাইনাল হারে)।’

ভারত আগে ব্যাটিং করে ১৭৬ রান করে। তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে থামে। ৭ রানের জয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়।  

শিরোপা উচিয়ে ধরতে না পারলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত মার্করাম, ‘এটা নির্দিষ্ট কোন মুহূর্ত না। আপনি যদি পুরো ৪০ ওভার দেখেন তাহলে বেশ কয়েকটা জায়গায় ছিল খুব সম্ভবত আমরা সেখানে আরও ভালো করতে পারতাম। দল হিসেবে আমরা আজকের ফাইনালে যেভাবে পারফর্ম করেছি তাতে আমরা গর্বিত। এতটা কাছে আসা নিয়েও আমরা গর্ববোধ করতে পারি।’

দলের ভেতরে নিজেদের একতা, একাগ্রতা, শৃঙ্খল পরিবেশের কারণে দারুণ খুশি মার্করাম। সামনে বড় কিছু জিতবে এই দল বিশ্বাসও করেন প্রোটিয়া অধিনায়ক, ‘এখানে আসলে খুব বেশি কিছু বলার নেই। সত্যি বলতে এটা খুবই কঠিন। আমাদের দারুণ একটা গ্রুপ আছে। আমার ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে তারা ভালো কিছু ডিজার্ভ করে। তারা নিজেদের মতো করে লড়াই করেছে। টুর্নামেন্ট শুরুর আগেও আমাদের মাঝে ভালো একটা অনুভূতি ছিল। টুর্নামেন্ট যত সামনে গেছে সেটা তত বেশি শক্তিশালী হয়েছে। এই মুহূর্তের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। কিন্তু খেলায় কেউ একজন জিতবে আবার কেউ একজন হারবে। ভবিষ্যতের যে ইভেন্টগুলো আছে সেটাতে আমরা এই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো।’ 

ঢাকা/রিয়াদ/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়