ছয় মাসের ‘জবাব’ একদিনেই দিলেন হার্দিক
দলের সবাই একে অপরকে জড়িয়ে ধরে উল্লাসে মত্ত। ক্যামেরা ঘুরে গেল হার্দিক পান্ডিয়ার দিকে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে রুখে দেওয়া হার্দিকের চোখ জল। এই কান্না আঁধার পেরিয়ে আলোয় ফেরার, লড়াইয়ের পর জিতে যাওয়ার, সমালোচনার জবাব দেওয়ার। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে ছয় মাস পেছনে ফিরে গেলেন এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে হার্দিক জানালেন, জবাব দেওয়ার মঞ্চ হিসেবেই বেছে নিয়েছেন বিশ্বকাপের মঞ্চকে। গত ছয় মাস ধরে এই দিনটির অপেক্ষাই করছিলেন তিনি। কথা বলতে গিয়ে হার্দিক বলেন, ‘খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। অনেক পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য পাচ্ছিলাম না। আমার কাছে এটি তাই বিশেষ মুহূর্ত।’
গত ছয় মাসে হার্দিকের উপর দিয়ে একপ্রকার ঝড় বয়ে গেছে। গুজরাট ছেড়ে মুম্বাইয়ের অধিনায়কত্ব পাওয়া, আসরজুড়ে ব্যর্থতার গল্প লিখে যাওয়া, দাম্পত্য জীবনে কালো মেঘের ছায়া। সব মিলিয়ে হার্দিক যেন অচেনা হয়ে উঠেছিলেন। বিশ্বকাপ দলে জায়গা নিয়েও সংশয়ে ছিলেন। তবে তার উপর বিশ্বাস রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
হার্দিক বলেন, ‘গত ছয় মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। কোনো কথা বলিনি, চুপ ছিলাম। জানতাম, যদি পরিশ্রম করে যাই তা হলে একদিন জবাব দিতে পারবো। সে সুযোগ আমি পাবো। একদিন এই দিনটি আসবে। বিশ্বাস ছিল পারবো। পরিকল্পনা করে সেটি কাজে লাগানোর চেষ্টা করেছি।’
বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে হার্দিকের সুনাম আছে। চাপ সামলানোর জন্য ডাকনামও আছে। ফাইনালেও সেটা আরেকবার দেখালেন। সাফল্যের পেছনের কথা বলতে গিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করেছি। প্রতিটা বলে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। আমি সব সময় চাপ সামলাতে ভালোবাসি। এই ম্যাচেও সেই চাপের মধ্যে থেকে জিতেছি।’
বিশ্বকাপ জেতার মধ্যে দিয়ে শেষ হলো ভারত জাতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড়ের কোচিং অধ্যায়। কোচ প্রসঙ্গ উঠতেই হাসিমুখে হার্দিকের ভাষ্য, ‘দ্রাবিড় খুব ভালো মানুষ। তার জন্য খুব আনন্দ হচ্ছে। তার অধীনে খুব ভালো সময় কেটেছে। তাকে যে বিশ্বকাপ জিতিয়ে বিদায় দিতে পারছি, তাতে আমরা সবাই খুব খুশি। আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল।’
আসরে ব্যাটে বলে দলের জন্য নিজের সেরাটাই দিয়েছেন হার্দিক। আসর জুড়ে ব্যাট হাতে ১৪৪ রানের পাশাপাশি বল হাতেও ১১ উইকেট নিয়ে নিজেকে চেনালেন হার্দিক। এর মধ্যে ফাইনালে ২০ রানের বিনিময়ে দখল করেছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
ঢাকা/বিজয়