ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

অবসরের মিছিলে এবার জাদেজা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ৩০ জুন ২০২৪   আপডেট: ১৯:৩৬, ৩০ জুন ২০২৪
অবসরের মিছিলে এবার জাদেজা

গতকাল শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষ হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। এরপর সংবাদ সম্মেলনে এসে রোহিত শর্মাও অবসর নেওয়ার কথা জানান। বিশ্বকাপ জয়ের একদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দিয়েছেন রবীন্দ্র জাদেজাও। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসর নেওয়ার বিষয়টি জানান তিনি।

অবসর ঘোষণা করে জাদেজা লিখেন, ‘এক হৃদয় কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করছি। আমি আমার দেশের জন্য সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্য ফরম্যাটে সেই চেষ্টা অব্যাহত রাখবো। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল, সেটা সত্যি হয়েছে। যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। আপনারা আমাকে যে স্মৃতির পাতা উপহার দিয়েছেন, যেভাবে উৎসাহ দিয়েছেন এবং আকুণ্ঠ সমর্থন দিয়েছেন- সেটার জন্য ধন্যবাদ।’

৩৫ বছর বয়সী জাদেজা ভারতের হয়ে ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন ৫১৫টি এবং উইকেট নিয়েছেন ৫৪টি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়