ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

স্বাগতিকদের বিদায় করে শেষ আটে উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২ জুলাই ২০২৪   আপডেট: ১০:০৬, ২ জুলাই ২০২৪
স্বাগতিকদের বিদায় করে শেষ আটে উরুগুয়ে

কোপা আমেরিকার এবারের আসরে দলগুলোর সমানে সমান লড়াই হলেও কোয়ার্টার ফাইনালে চিরচেনা আধিপত্য। সেই পথে এবার পা বাড়ালো উরুগুয়ে। টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ আটের টিকিট কেটেছে মার্সেলো বিয়েলসার দল।

আজ মঙ্গলবার (২ জুলাই) নিয়মরক্ষার ম্যাচে তারা হারাল স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে। ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জিতেছে লাতিন দলটি। এদিন জয়সূচক গোলটি করেন ম্যাথিয়াস অলিভেরা। উরুগুয়ের জয়ের দিন বিদায় ঘণ্টা বেজেছে যুক্তরাষ্ট্রের।

কানসাস সিটিতে ‘সি’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে উরুগুয়ে। ম্যাচের প্রথমার্ধে কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ব্যর্থ হন ফেদে ভালভার্দেরা।

আরো পড়ুন:

উরুগুয়ের ভাগ্য ফিরে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬৬তম মিনিটে অলিভেরা গোল করে তিন পয়েন্ট এনে দেন তাদেরকে। গোলটি নিয়ে অবশ্য বিতর্ক আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে অফসাইড পজিশনে ছিলেন অলিভেরা। তবে ভিএআর ভেবেছে অন্যরকম। ফলে সিদ্ধান্ত উরুগুয়ের পক্ষেই গেছে। 

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। আগামীকাল সকালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের ওপর নির্ভর করছে কারা হবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়