ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সাকিবের সঙ্গে মিলছে না তাসকিনের বক্তব্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৩ জুলাই ২০২৪   আপডেট: ২১:১৮, ৩ জুলাই ২০২৪
সাকিবের সঙ্গে মিলছে না তাসকিনের বক্তব্য

ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাসকিন আহমেদের ঘুম কাণ্ড রীতিমতো ক্রিকেটাঙ্গন নাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের ম্যাচে ডানহাতি পেসারকে একাদশে না দেখে অবাক হয়েছিলেন অনেকে। তাকে বাদ দিলেও কোচ এবং অধিনায়ক বাড়তি পেসার খেলাননি। শরিফুল ইসলাম স্কোয়াডে থাকলেও তাসকিনের পরিবর্তে নেয়া হয় জাকের আলীকে। যা নিয়ে হচ্ছে আরো প্রবল সমালোচনা। উইকেট যেখানে তিন পেসার নিয়ে খেলার চাহিদা ছিল সেখানে টিম ম্যানেজমেন্ট কেমন পরিকল্পনা করলো সেটাই বিরাট প্রশ্নের।

বিশ্বকাপ শেষে খবর বের হলো, ভারতের বিপক্ষে ম্যাচের দিন সকালে ঘুম থেকে দেরিতে উঠায় তাসকিনকে রেখে টিম বাস স্টেডিয়ামে চলে আসে। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। কিন্তু এমন কাণ্ডে অভিযুক্ত তাসকিন সাফ জানালেন, টিম বাস তিনি মিস করেছিলেন ঠিকই কিন্তু তার টিম বাস মিস করার সঙ্গে তাকে না খেলানোর কোনো সম্পর্ক ছিল না।

অন্যদিকে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান জানালেন, তাসকিনকে খেলানোর মতো অবস্থায় ছিল না। ঘুম কাণ্ডে দুই রকম বক্তব্য আসায় প্রবল সমালোচনা হচ্ছে ক্রিকেটারদের নিবেদন নিয়ে। প্রশ্ন উঠছে তাদের সততা নিয়েও। সাকিব আল হাসান গতকাল গণমাধ্যমে বলেছিলেন, ‘তাসকিন আসলে মাঠে পৌঁছেছিল টস হওয়ার ৫-১০ মিনিট আগে সম্ভবত। খুবই কাছাকাছি সময়ে আসলে। স্বাভাবিকভাবে ওই সময়ে ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল। এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে, সেটার জন্যেও একটু কঠিন। স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে এটা নিয়ে। দলের সবাই এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে।’

তাসকিনের জন্য অপেক্ষা করার কারণও ছিল না জানিয়ে সাকিব বলেছেন, ‘এই জিনিসগুলো (ঘুম থেকে ডেকে তুলে আনা) ক্রিকেটে হয় না। ক্রিকেটের নিয়মে এগুলো নেই যে আপনি এরকম ঘরে থাকবেন আর পুরো দল অপেক্ষা করবে। দল কখনও অপেক্ষা করে না। এটা কোথাও হয় না।’

এদিকে যাকে নিয়ে এতো আলোচনা তিনি ছিলেন গণমাধ্যমের আড়ালে। রাইজিংবিডির পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সাড়া দেননি তাসকিন। বুধবার দুপুরের পর সামাাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন তাসকিন, ‘আমি সকাল ৮টা ৩৭ মিনিটে উঠেছিলাম এবং ৮টা ৪৩ মিনিটে লবিতে গিয়েছিলাম।আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯টায় হোটেল ছেড়েছি। আমি সকাল ৯টা ৪০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে।’

‘আমরা সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিলো। টিম কম্বিনেশনে জায়গা না পাওয়ার সঙ্গে সঙ্গে আমার টিম বাসে ঠিক সময়ে উঠতে না পারার কোনো সম্পর্ক ছিল না।’

দেশের প্রতি, দলের প্রতি নিজের ভালোবাসার কোনো কমতি নেই বলে জানালেন তাসকিন, ‘যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত।’

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়