ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রথমার্ধে গোল পায়নি জার্মানি-স্পেনের কেউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৫ জুলাই ২০২৪  
প্রথমার্ধে গোল পায়নি জার্মানি-স্পেনের কেউ

ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে জার্মানি ও স্পেন। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি।

অবশ্য এই অর্ধে বল দখলে এগিয়ে ছিল জার্মানি। অন্যদিকে আক্রমণে এগিয়ে ছিল স্পেন। ম্যাচের ৫৩.৩ শতাংশ বলের দখল ছিল আয়োজকদের কাছে। ৪৬.৭ শতাংশ ছিল স্পেনের কাছে। স্পেন শটের প্রচেষ্টা চালিয়েছিল ৮টি। তার মধ্যে ৪টি ছিল অন টার্গেটে। অন্যদিকে জার্মানি ৩টি শটের প্রচেষ্টা চালিয়ে ২টিই নিয়েছিল অন টার্গেটে। সেগুলো থেকে কোনো গোল আদায় করে নিতে পারেনি কোনো দলই।

স্পেন ৮টি ও জার্মানি ৭টি ফাউল করে। তার মধ্যে স্পেন ১টি ও জার্মানি ২টি হলুদ কার্ড দেখে। জার্মানি ১টি কর্নার পেলেও স্পেন পায়নি প্রথমার্ধে একটিও।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়