ঢাকা     মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৫ ১৪৩১

‘মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত’, নাফিসের সর্বশেষ অবস্থা যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ৫ জুলাই ২০২৪   আপডেট: ২৩:০১, ৫ জুলাই ২০২৪
‘মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত’, নাফিসের সর্বশেষ অবস্থা যা জানা গেল

সকালে মাথাব্যাথা অসুস্থতার শুরু। এরপর ব্রেন স্ট্রোক। চট্টগ্রামের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলেও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের অবস্থার উন্নতি হচ্ছিল না। তড়িঘড়ি করে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয় ঢাকায়।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন করা নাফিস ভর্তি আছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। নাফিসের অবস্থা জানাতে গিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তার মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধেছে। 

‘মস্তিস্কের ভেনাস (শিরা) সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এখন স্থিতিশীল আছে। যে দিকগুলো দেখা হয় সেগুলো ভালো আছে। চিকিৎসকর আশা করছেন কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।’

অবস্থার উন্নতি হলে নাফিসকে আগামীকাল ওয়ার্ডে নেওয়া হবে। তবে বেশ কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেবাশীষ।

‘এসব ক্ষেত্রে সাধারণত প্রথম দুই-তিন দিন পর্যবেক্ষণে রাখতে হয়। আজকে রাতটা এসডি ইউনিটে থাকবে। কালকে যদি সিম্পটম ভালো হয় তাকে ওয়ার্ডে নেওয়া হবে। কিন্তু পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে দেবাশীষ বলেন, ‘বিশেষজ্ঞদের মতামত অনুসারে সমস্যা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে পুরোপুরি সুস্থ হবে।’

বাংলাদেশ দলের সঙ্গে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন নাফিস। দলের সঙ্গে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। এরপর ছিলেন ছুটিতে। এ সময় অসুস্থ হয়ে পড়েন সাবেক এই ক্রিকেটার।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়