ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

১-১ সমতায় স্পেন-জার্মানি ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০১, ৬ জুলাই ২০২৪   আপডেট: ০০:২৭, ৬ জুলাই ২০২৪
১-১ সমতায় স্পেন-জার্মানি ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে

স্পেন-জার্মানির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে। প্রথমার্ধে উভয় দলের কেউ-ই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে দানি ওলমো গোল করে স্পেনকে এগিয়ে নেন। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে জার্মানির ফ্লোরিয়ান উইর্টজ গোল করে সমতা ফেরান। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধে দারুণ দারুণ আক্রমণ শানিয়েও গোলের দেখা পায়নি স্পেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা পেয়ে যায় কাঙ্খিত গোলের দেখা। এ সময় নিজেদের অর্ধ থেকে দুই সতীর্থের পাস শেষে জার্মানির ডি বক্সের ডানদিকে বল পেয়ে যান লামিনে ইয়ামাল। তিনি আস্তে আস্তে বক্সে ঢুকে ডিফেন্স চেঁড়া পাস দিয়ে বল দেন ওলমকো। ফাঁকায় থাকা ওলমো ডান পায়ের শটে বল জালে জড়ান।

তার এই গোলে স্পেন এগিয়ে থাকে ৮৮ মিনিট পর্যন্ত। সবাই ধরেই নিয়েছিল স্বাগতিকদের দর্শক বানিয়ে স্পেন বুঝি চলে যাচ্ছে সেমিফাইনালে। কিন্তু সেই সময় ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন ফ্লোরিয়ান। এ সময় জশুয়া খিমিচের হেডে বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান তিনি। তাতে ম্যাচে ফেরে সমতা এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়