ঢাকা     রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শরীফুলদের ক্যান্ডিকে হারালো তাসকিনদের কলম্বো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৬ জুলাই ২০২৪  
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শরীফুলদের ক্যান্ডিকে হারালো তাসকিনদের কলম্বো

লঙ্কা প্রিমিয়ার লিগে আজ শনিবার মুখোমুখি হয়েছিল তাসকিন আহমেদ খেলা কলম্বো স্ট্রাইকার্স ও শরীফুল খেলা ক্যান্ডি ফ্যালকনস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে মাত্র ২ রানে ক্যান্ডিকে হারিয়েছে কলম্বো।

ডাম্বুলায় কলম্বো আগে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের ৭০ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৯৯ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রানে থামে ক্যান্ডি।

রান তাড়া করতে নেমে আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হারিস, কামিন্দু মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে জয়ের ট্র্যাকেই ছিল ক্যান্ডি। কিন্তু মাথিশা পাথিরানা দারুণ বোলিং করে ম্যাচটি ছিনিয়ে নেন।

আরো পড়ুন:

৪ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন পাথিরানা। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১টি উইকেট। শাদাব খান ৩ ওভারে ২১ রান দিয়ে নেন ১টি উইকেট।

ব্যাট হাতে ক্যান্ডির হারিস ৩২ বলে ৫টি চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। ফ্লেচার ৫ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। কামিন্দু ২ চার ও ৪ ছক্কায় ৩৬ ও ম্যাথুজ ১৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেন ৩৩ রান।

তার আগে কলম্বোর গ্লেন ফিলিপস ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় খেলেন ৭০ রানের অনবদ্য ইনিংস। অ্যাঞ্জেলো পেরেরা ২৩ বলে ৩টি চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান। এছাড়া শাদাব ২৩ ও রহমানুল্লাহ গুরবাজ করেন ২০ রান।

বল হাতে দুশমান্থে চামিরা ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩টি উইকেট। শরীফুল ইসলাম ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২টি এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওবারে ৩৭ রান দিয়ে নেন ২টি উইকেট।

ম্যাচসেরা হন ৪ উইকেট শিকার করা পাথিরানা।

এই জয়ে ৩ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে কলম্বো। সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে ক্যান্ডি আছে চতুর্থ স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়