কোপার ব্যর্থতায় প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ বরখাস্ত
কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ায় প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ ড্যানিয়েল গারনেরোকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (০৮ জুলাই, ২০২৪) প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ) গারনেরোকে বরখাস্ত করা বিষয়টি এক বিবৃতি দিয়ে জানায়।
‘প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা দিচ্ছে যে ড্যানিয়েল গারনেরোকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।’
৫৩ বছর বয়সী গারনেরো ২০২৩ সালের সেপ্টেম্বরে গুইলার্মো বারোস শেলোত্তোর স্থলাভিষিক্ত হয়ে প্যারাগুয়ের দায়িত্ব নিয়েছিলেন।
কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকেই এবার বিদায় নিয়েছিল প্যারাগুয়ে। ‘ডি’ গ্রুপে তারা প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হার মানে। এরপর ব্রাজিলের কাছে হার মানে ৪-১ গোলে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হারে কোস্টারিকার কাছে।
শুধু কোপা আমেরিকা নয়, প্যারাগুয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও সুবিধাজনক অবস্থানে নেই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তারা রয়েছে সপ্তম স্থানে। ছয় ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে মাত্র পাঁচ পয়েন্ট।
বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে আগামী ৬ সেপ্টেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে প্যারাগুয়ে।
ঢাকা/আমিনুল