শরিফুলের বিবর্ণ দিনে রেকর্ড গড়ে জিতল ক্যান্ডি

জয়ে ফিরলো শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনস। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) রেকর্ড গড়ে জিতেছে ক্যান্ডি। পাথুম নিসাঙ্কার ঝড়ো সেঞ্চুরিতে জাফনা কিংস ৭ উইকেটে ২২৪ রান করে। জবাবে ক্যান্ডি ফ্যালকনস ১৮.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তিন ম্যাচ পর ৭ উইকেটে জয় পেয়েছে তারা।
এলপিএলে এত রান তাড়া করে জয়ের কীর্তি নেই কোনো দলের। আগের রেকর্ডটি ছিল কলম্বো কিংসের। ২০২০ সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ডাম্বুলা ভাইকিংসের ২০৩ রান তাড়া করে জিতেছিল কলম্বো কিংস।
দল জিতলেও এদিন বিবর্ণ ছিলেন শরিফুল। ৩ ওভারে ৪৭ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি বাংলাদেশের বাঁহাতি পেসার। অবশ্য রান উৎসবের এই ম্যাচে দুই দলের আরও পাঁচ বোলার চল্লিশের ওপর রান দিয়েছেন।
সেঞ্চুরি পাওয়া নিসাঙ্কা ৫৯ বলে ১১৯ রান করেন। ১৬ চার ও ৪ ছক্কায় সাজান তার ইনিংস। এছাড়া জাফনার হয়ে ১৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন রাইলি রুশো। ২ চার ও ৪ ছক্কা হাঁকান এই প্রোটিয়া ব্যাটসম্যান। তাদের দুজনের ব্যাটে চড়ে পাহারসম রান করে জাফনা।
কিন্তু ক্যান্ডি ওই রান নিয়ে নেয় ১০ বল হাতে রেখেই। ওপেনার দিনেশ চান্দিমাল ৩৭ বলে ৮৯ রান করেন ৮ চার ও ৭ ছক্কায়। ২৪০.৫৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সাবেক লঙ্কান অধিনায়ক। এছাড়া কুশল মেন্ডিস ৩৬ বলে ৬৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ১৩ বলে ২৯ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
শরিফুল ৩ ওভারে ৫ চার ও ৩ ছক্কা হজম করেন। ১৮ বলে মাত্র ৩টি ছিল ডট।
ইয়াসিন/আমিনুল