ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

চার মিনিটে ফ্রান্সের জালে দুই গোল দিয়ে ফাইনালে স্পেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০০, ১০ জুলাই ২০২৪   আপডেট: ০২:৫৮, ১০ জুলাই ২০২৪
চার মিনিটে ফ্রান্সের জালে দুই গোল দিয়ে ফাইনালে স্পেন

৯ মিনিটে কুলো মুয়ানির লাফিয়ে উঠে নিখুঁত হেডে দারুণ গোল। ১২ মিনিটও এগিয়ে থাকতে পারেনি ফ্রান্স। এরপর ইয়ামহাল জাদু। অসাধারণ গোলে সমতা। ২৫ মিনিটে গোল দিয়ে এবার দানি অলমো। ৪ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে ফ্রান্সের বিপক্ষে দারুণ জয়ে ইউরোর ফাইনালে নাম লেখায় স্পেন। 

২৫ মিনিটে হওয়া ৩ গোলের পর কোনো দলই আর লক্ষ্যভেদ করতে পারেনি। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-স্পেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। জার্মানিকে হারিয়ে স্পেন ও সুইজারল্যান্ডকে হারিয়ে ফ্রান্স সেমিফাইনাল নিশ্চিত করেছিল। 

ম্যাচের ৯ মিনিটে বাঁ দিক থেকে দারুণ ক্রস করেন কিলিয়ান এমবাপ্পে। গোল পোস্টের ডান দিকে মুয়ানি লাফিয়ে উপরে উঠে আলতো হেডে বল জড়িয়ে দেন জালে। ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

২১ মিনিটে গোল পেয়ে যায় স্পেন। ১৬ বছর বয়সী ইয়ামহাল চোখ ধাঁধানো শটে গোল করে ডি বক্সের বাইরে থেকে। র‍্যাবিওটকে ফাঁকি দিয়ে ডী বক্সের একটু সামনে থেকে বাঁ পায়ের নিখুঁত শট বাঁ দিক দিয়ে বার ঘেঁষে ঢুকে যায় জালে। ১-১ সমতা।

৪ মিনিট পরেই অলমোর গোলে স্পেনের লিড। ডি বক্সের ভেতরে ডান দিক থেকে বল পেয়ে নিচু শটে বল জড়িয়ে দেন জালে। মুহূর্তেই ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। শেষ বাঁশি বাজা পর্যন্ত এই সমীকরণই থাকে। 

ঢাকা/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়