ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আলভারেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ১০ জুলাই ২০২৪   আপডেট: ০৭:৪৬, ১০ জুলাই ২০২৪
আলভারেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা

কোপা আমেরিকার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কানাডা। তাতে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে গেল আর্জেন্টিনা। দলকে এগিয়ে নিলেন জুলিয়ান আলভারেজ। ম্যাচের ২২তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।

আজ বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। তাতে বল দখলের লড়াইয়ে কানাডাকে ঢের পেছনে ফেলে দেয় লিওনেল স্কালোনির দল। তবে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল কানাডাই।

এর ফাঁকেই ২২তম মিনিটে দলকে এগিয়ে নেন আলভারেজ। তার গোলে সহায়তা করেন আর্জেন্টিনার মাঝমাঠের সেনানি রুদ্রিগো ডি পল। পলের বাড়ানো থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে রক্ষণের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন এই তারকা স্ট্রাইকার।

আরো পড়ুন:

এ নিয়ে দুটি বড় মঞ্চেই সেমি-ফাইনালে গোল পেলেন আলভারেজ। কাতার বিশ্বকাপেও শেষ চারের লড়াইয়ে গোল করেন এই তরুণ। বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকার সেমি-ফাইনালেও গোল পেলেন আলভারেজ। মাঝে ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে গোল করেছিলেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়