ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ইউসুফ-আসাদকে নিয়ে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৪৮, ১১ জুলাই ২০২৪
ইউসুফ-আসাদকে নিয়ে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠন

বিশ্বকাপে ভরাডুবির পর ওয়াহাব রিয়াজ-আব্দুল রাজ্জাকদের নির্বাচক প্যানেল ভেঙে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ বৃহস্পতিবার (১১ জুলাই, ২০২৪) মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে নিয়ে নতুন নির্বাচক কমিটি গঠন করেছে পিসিবি। সেই কমিটির অপর দুই সদস্য হলেন কোচ জ্যাসন গিলেস্পি ও গ্যারি ক্রিস্টেন।

নতুন এই কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশের বিপক্ষের দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন করা।

নতুন নির্বাচক কমিটিতে জায়গা হয়নি বিলাল আফজালের। তবে তাকে পিসিবির নতুন একটি ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়া ডাটা অ্যানালিস্ট হাসান চিমা ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক উসমান ওয়াহলাকে নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

সাদা বলের দলকে বাবর আজম ও লাল বলের দলকে নেতৃত্ব দিবেন শান মাসুদ। টেস্ট সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়