ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

সংখ্যায় অমরত্বের স্বীকৃতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১২ জুলাই ২০২৪   আপডেট: ২৩:০৩, ১২ জুলাই ২০২৪
সংখ্যায় অমরত্বের স্বীকৃতি

‘জেমস অ্যান্ডারসনের জন্য এখানে অমরত্বের অনুভূতি রয়েছে। কেউ লর্ডস ছেড়ে যায়নি। মনে রাখতে হবে ফাস্ট বোলিং সহজ নয়। এটি শারীরিক এবং মানসিকভাবে একটি কঠিন ও চাহিদাপূর্ণ কাজ।’

দরাজ কণ্ঠের মোহনীয়তা ছড়িয়ে ইয়ান বিপশ জেমস অ্যান্ডারসনের কীর্তি বলে যাচ্ছিলেন স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকক্ষে। তার ধ্রুপদী কণ্ঠস্বর থেকে ইংলিশ কিংবদন্তির জন্য বেরিয়ে আসা একেকটি বিশেষণ যেন একেকটি অধ্যায়। যে অধ্যায়ে আছে শ্রেষ্ঠত্বের অর্জন, উইকেট শৃঙ্গে উঠার কীর্তি, জাদুকরী একেকটি স্পেল আর নিখুঁত হাতের শৈলিতে মন্ত্রমুগ্ধ করে রাখার অসাধারণ স্বামর্থ্য।

এক নয়, দুই নয় কিংবা পাঁচ নয়, দশ নয়…পাক্কা একুশ বছর একই কাজ করে গেছেন অ্যান্ডারসন। জীবনটা তার জন্য ছিল এরকম- ‘মাঠে নামো- উইকেট নাও-মাঠ ছাড়ো-ঘুমাতে যাও। আবার মাঠে ফিরো-আবার উইকেট নাও-আবার মাঠ ছাড়ো-আবার ঘুমাতে যাও।’

দুই দশক ধরে একই কাজ করে গেছেন অ্যান্ডারসন। উইকেটের দুদিকে সুইং করে অসংখ্য ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করেছেন এই ইংলিশ পেসার। নামের পাশে অজস্র অর্জন যা শুধু তার বিশালত্বকেই প্রকাশ করে না বরং ২২ গজের একজন রাজাকে চেনায়। যিনি লড়তে জানেন, জিততে জানেন। হাসাতে জানেন। সাফল্যে ভাসাতে পারেন।

সংখ্যায় সাজানো সেসব কীর্তিতে চোখ বুলানো যাক:
ম্যাচ সংখ্যা: ৪০১ (তিন ফরম্যাট মিলিয়ে),
বোলিং ইনিংস: ৫৬০,
বৈধ বল: ৪৯ হাজার ৮৮৩,
ওভার: ৮ হাজার ৩৪০.৩,
উইকেট: ৯৯১টি,
৫ উইকেট: ৩৪টি,
১০ উইকেট: ৩টি,
মেডেন ওভার: ১ হাজার ৮৫৬,
সেরা বোলিং: ৪২ রানে ৭ উইকেট,
গড় বোলিং: ২৭.২৮,
বোলিং স্ট্রাইক রেট: ৫০.৪,
ব্যাটিংয়ে রান: ১ হাজার ৬২৭,
নট আউট: ১৬০,
সর্বোচ্চ স্কোর: ৮১,
হাফ সেঞ্চুরি: ১টি,
চার: ২০৭,
ছক্কা: ৩টি,
ক্যাচ: ১৬৩।

অ্যান্ডারসনের রেকর্ড:
৭০৪ টেস্ট উইকেট নিয়ে থামলেন অ্যান্ডারসন। সাদা পোশাকের ক্রিকেটে যা তৃতীয় সর্বোচ্চ উইকেট। তার উপরে আছেন কেবল শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০)।

অ্যান্ডারসন পেসার মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়ে অবসরে গেলেন। তার পরে পেসারদের মধ্যে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। যিনি ১০০ উইকেট পিছিয়ে আছেন।

২০০৩ সালের মে মাসে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়ে শুরু করেছিলেন ডানহাতি পেসার। এরপর প্রতিটি পঞ্জিকাবর্ষে আছে তার উইকেট। বয়স ৪২ ছোঁয়ার ১৭ দিন থেমে গেল তার উইকেট চাকা।

১৮৮ টেস্ট ম্যাচ খেলে বিদায় নিয়েছেন তিনি। শচীন টেন্ডুলকারের ২০০ টেস্টের পরই রয়েছেন অ্যান্ডারসন।

লর্ডসে ১২৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। যা লর্ডসে নির্দিষ্ট বোলারের সর্বোচ্চ উইকেট শিকার।

টেস্ট ক্রিকেটে ৪০০৩৭ বল করেছেন অ্যান্ডারসন। যা টেস্টে রেকর্ড।

সঙ্গে টেস্ট ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ ৩২বার পাঁচ উইকেট পেয়েছেন। রান খরচেও এগিয়ে ডানহাতি পেসার, ১৮ হাজার ৬২৭।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়