টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপার সামনে আলকারাজ
স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজকে বলা হয় রাফায়েল নাদালের উত্তরসূরী। টেনিস কোর্টেও অবশ্য সেটার প্রমাণ দিচ্ছেন স্প্যানিশ তারকা। তাতে টানা দ্বিতীয়বারের মতো উঠে গেছেন উইম্বলডনের ফাইনালে। দানিল মেদভেদেভকে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছেন আলকারাজ।
মেদভেদেভের বিপক্ষে লড়াইয়ের শুরুতে হেরে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন আলকারাজ। জয়টা এসেছে ৩–১ সেটে। প্রথম সেটে ৭-৬ (৭/১) গেমে হেরে যান এ স্প্যানিশ তরুণ। তবে পরের তিন সেটে আর পাত্তা দেননি রাশিয়ান প্রতিপক্ষকে। ৬–৩, ৬–৪ ও ৬–৪ গেমে জিতে নিশ্চিত করেছেন উইম্বলডনের টানা দ্বিতীয় ফাইনাল।
গতবারও মেদভেদেভকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন আলাকরাজ। এবারও সেটার পুনরাবৃত্তি করলেন। ফাইনালেও হতে পারে একই লড়াইয়ের মঞ্চায়ন। সে জন্য অবশ্য দ্বিতীয় সেমিফাইনালে লরেনৎসো মোসেত্তির বিপক্ষে জিততে হবে নোভাক জকোভিচকে।
টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় আলকারাজ বলেছেন, ‘মনে হচ্ছে এখানে আমি আর নতুন নয়। আমি জানি ফাইনালের আগে অনুভূতি কেমন হয়। এ পরিস্থিতিতে আমি আগেও ছিলাম। আরও ভালো খেলার চেষ্টা করব। চেষ্টা করব সবকিছু যেন ঠিকঠাকভাবে এগোয়।’
ঢাকা/বিজয়