ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

জয়ের চোখ আরও তিন বছর পরের অস্ট্রেলিয়া সিরিজে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৫৫, ১৩ জুলাই ২০২৪
জয়ের চোখ আরও তিন বছর পরের অস্ট্রেলিয়া সিরিজে

দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। মাসব্যাপী এই সফরে দুটি চারদিনের ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং ৬-৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এইচপি। প্রতিপক্ষ অন্য দলগুলো হলো পাকিস্তান ‘এ’, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরি একাদশ ও বিগ ব্যাশের ৫টি ফ্র্যাঞ্চাইজি।

চার দিনের ম্যাচে বাংলাদেশ এইচপিকে নেতৃত্ব দেবেন মাহমুদুল হাসান জয়। ঢাকা ত্যাগের আগে শনিবার (১৩ জুলাই) সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই ক্রিকেটার। লক্ষ্যের কথা বলতে গিয়ে জয় জানান, তারা ২০২৭ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রস্তুতিও সেরে রাখতে চান।

‘কারণ আমি বলব যে, আমরা এখানে যে গ্রুপটা আছি, কারোরই অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা প্রথম সফর। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর। ২০২৭ সালে একটা টেস্ট সিরিজ আছে, সেটার জন্যও ভালো একটা প্রস্তুতি হবে।’

আরো পড়ুন:

১৯ বছর পর ২০২৭-এ অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। সেখানে অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের দল। জয়ের কথায় স্পষ্ট বাংলাদেশ ম্যানেজমেন্ট বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নামতে চান জয়, ‘ব্যক্তিগত লক্ষ্য অধিনায়ক হিসেবে দলে যে কম্বিনেশন আছে সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমরা ছোট থেকে একসঙ্গে আছি। আমাদের অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে। জাতীয় দলের কয়েকজন আছে। ওই হিসেব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। আমরা খুব উপভোগ করে ক্রিকেট খেলতে পারব।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়