ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ইউরো জিতলে ১৯৬৬ সালের মতো উদযাপন করবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৫৬, ১৪ জুলাই ২০২৪
ইউরো জিতলে ১৯৬৬ সালের মতো উদযাপন করবে ইংল্যান্ড

দীর্ঘ ৫৮ বছর আগে অর্থাৎ ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর লম্বা সময়ে আর কোনো মেজর শিরোপা জেতা হয়নি তাদের। তবে ৫৮ বছরের অপেক্ষার পালা ঘোচানোর সুযোগ এবার থ্রি লায়ন্সদের সামনে। তারা উঠেছে ইউরো-২০২৪ এর ফাইনালে। স্পেনকে হারিয়ে আজ রোববার (১৪ জুলাই) রাতে শিরোপা জিততে পারলেই কেইন-বেলিংহ্যামরা গড়বেন ইতিহাস।

ইংল্যান্ড এবার ইউরো জিতলে উদযাপনের জন্য ঘোষিত হবে সাধারণ ছুটি। বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে দেখা করার সুযোগ পাবে ইউরো জয়ী গোটা দল। তারা ছাদখোলা বাসে ভিক্টরি প্যারেড করতে করতে যাবে রাজার কাছে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের বিশেষ সংবর্ধনা দিবেন রাজা ও রাজ পরিবার।

ছাদখোলা বাসে লন্ডন শহরের গিল্ডহল চত্বর থেকে ভিক্টরি প্যারেড শুরু হবে। লাখ লাখ ভক্তদের নিয়ে সেটা রওয়ানা দিয়ে ট্রাফালগার স্কয়ারে বিরতি নিবে। এরপর বাকিংহাম প্যালেসে প্রবেশ করবে বাস। উদযাপনটা ঠিক তেমন হবে যেমনটা ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর হয়েছিল।

আরো পড়ুন:

ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি প্রিন্স উইলিয়াম রাজপ্রাসাদে ফুটবল দলের সংবর্ধনায় নেতৃত্ব দিবেন। আর প্রিন্স অব ওয়েলস আজ রাতে জার্মানিতে ইংল্যান্ডের ফাইনাল উপভোগ করবেন মাঠে বসে।

এছাড়া ইংল্যান্ড ইউরো জিতলে ডাউনিং স্ট্রিটে গোটা দল সাক্ষাৎ করবে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে। অবশ্য প্রধানমন্ত্রী নিজেও আজ বার্লিনে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করবেন। এবার তিনি শিরোপা জয়ে সাক্ষী হতে পারেন কিনা দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়