ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

চ্যাম্পিয়ন হলে কতো টাকা পাবে আর্জেন্টিনা?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ২০:৫১, ১৪ জুলাই ২০২৪
চ্যাম্পিয়ন হলে কতো টাকা পাবে আর্জেন্টিনা?

আর মাত্র একটি ম্যাচ, এরপরই পর্দা নামবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের মর্যাদাকর টুর্নামেন্ট কোপা আমেরিকা-২০২৪ এর। বাংলাদেশ সময় আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচে আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে কতো টাকা পাবে? আর রানার্স-আপ হওয়া দলই বা কতো টাকা পাবে?

কোপা আমেরিকার এবারের আসরে অংশ নেওয়া ১৬টি দলের প্রত্যেকটি ২ মিলিয়ন ডলার করে পার্টিসিপেশন মানি পাবে। অর্থাৎ ২৩ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দলের (ইকুয়েডর, ভেনেজুয়েলা, ব্রাজিল ও পানামা) প্রত্যেকে পাবে ৩ মিলিয়ন ডলার তথা ৩৫ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে তৃতীয় হওয়া উরুগুয়ে পাবে ৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা)। আর চতুর্থ হওয়া কানাডা পাবে ৪ মিলিয়ন ডলার (৪৭ কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকা)।

ফাইনালে হেরে যে দল রানার্স-আপ হবে তারা পাবে ৭ মিলিয়ন ডলার তথা ৮২ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

আর চ্যাম্পিয়ন হওয়া দল এবার পাবে ১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটার পরিমাণ ১৮৮ কোটি ১৭ লাখ ৫২ হাজার টাকা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়