ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

আর্জেন্টিনা নাকি স্পেন: চ্যাম্পিয়ন হয়ে কারা বেশি টাকা পেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১৫ জুলাই ২০২৪  
আর্জেন্টিনা নাকি স্পেন: চ্যাম্পিয়ন হয়ে কারা বেশি টাকা পেল

দীর্ঘ এক মাসের লড়াই শেষে পর্দা নেমেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের। ইউরোতে স্পেন ও কোপায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজমানিও পেয়েছে দুই দল। এর মধ্যে কাদের টাকার অঙ্কটা বেশি? জেনে নেয়া যাক।

ইউরো ও কোপা, দুই মহাদেশের দুই আসর। এর মধ্যে ইউরোর নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যাদেরকে মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী বিবেচনা করা হয়। সবচেয়ে ধনীও তারা। ইউরোর এবারের আসরের জন্য দুই হাতে খরচ করেছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

২০২৪ ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য উয়েফার বরাদ্দ ছিল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩২ কোটি টাকার সমান। চ্যাম্পিয়ন এই বিপুল অঙ্কের টাকা প্রাইজমানি পেয়েছেন রদ্রি-ইয়ামালরা। রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৮৫ কোটি টাকা।

আরো পড়ুন:

অন্যদিকে দক্ষিণ আমেরিকার আসর কোপা। তাদের যেমন অংশগ্রহণকারী দলের সংখ্যা কম, তেমনি আয়ের দিক থেকেও অতোটা এগিয়ে নেই। উয়েফার ধারেকাছেও নেই দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এবারের আসরের জন্য কনমেবল মোট প্রাইজমানিই রেখেছিল ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। 

ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছে সবচেয়ে বেশি ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮৮ কোটি টাকার কিছু বেশি। রানার্সআপ হওয়া কলম্বিয়ার প্রাপ্তি ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার কিছু বেশি।

হিসেব করলে দেখা যায়, প্রাইজমানির দিক দিয়ে স্পেনের প্রায় অর্ধেক পেয়েছে আর্জেন্টিনা। তবে এখানেই দুই দলের আর্থিক প্রাপ্তি শেষ নয়। দুই মহাদেশের চ্যাম্পিয়ন দল নিয়ে সামনেই অনুষ্ঠিত হবে ফিনালিসিমা। সে ম্যাচের অংশগ্রহণ ও ট্রফি জয়ের জন্য অর্থ বরাদ্দ আছে। তাতে সুযোগ থাকছে আর্থিক প্রাপ্তি বাড়িয়ে নেওয়ার।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়